বিশেষ প্রতিবেদক, রাজশাহী

  ২৪ ফেব্রুয়ারি, ২০১৯

অর্থের অভাবে সাংবাদিক বাবলুর চিকিৎসা বন্ধ

রাজশাহী থেকে প্রকাশিত উত্তরা প্রতিদিন পত্রিকার সম্পাদক সাংবাদিক আবদুল্লাহ্্ আল মাহমুদ বাবলুর চিকিৎসা অর্থের অভাবে প্রায় বন্ধ। তিনি কোলন ক্যানসারে আক্রান্ত, ভারতের ভেলোরে সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পারিবারিক সূত্র জানিয়েছে, টাকার অভাবে তার চিকিৎসা এখন বন্ধ হওয়ার পথে। তার চিকিৎসার জন্য ৪০ লক্ষাধিক টাকা দরকার। তার চিকিৎসায় এরই মধ্যে ১২ লাখ টাকা ব্যয় হয়েছে। চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না তার পরিবার। সে সঙ্গে অর্থের অভাবে সাংবাদিক বাবলুর দুই সন্তানের শিক্ষা বন্ধের পথে। প্রথম পুত্র উচ্চমাধ্যমিক পরিক্ষার্থী এবং ২য় পুত্র নবম শ্রেণিতে অধ্যায়নরত। তাই চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন এই সাংবাদিক। সাহায্য পাঠানোর ঠিকানা রূপালী ব্যাংক, রাজশাহী সেনানিবাস শাখা, সঞ্চয়ী হিসাব নং ৫২৯৮ অথবা বিকাশ নম্বর ০১৭১১-৩০৩০৬২।

প্রসঙ্গত, ১৯৮৭ সালে রাজশাহীর দৈনিক সোনার দেশ পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন আবদুল্লাহ আল মাহমুদ বাবলু। এরপর ১৯৯৪ সালে তার সম্পাদনায় প্রকাশিত হয় দৈনিক উপচার। এ পত্রিকাটি ২০১৪ সাল পর্যন্ত সম্পাদক ও প্রকাশক ছিলেন তিনি। যে পত্রিকাটি নিয়মিতভাবে প্রকাশনার ব্যবস্থা করতে গিয়ে তিনি কপর্দক শূন্য হয়ে পড়েন। সাংবাদিক আবদুল্লাহ আল মাহমুদ বাবলু ২০১০ সাল থেকে রাজশাহী সিটি প্রেস ক্লাবের সহ-সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্বে আছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close