প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২১ ফেব্রুয়ারি, ২০১৯

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯

লালমনিরহাটে বাস-থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া বরগুনার পাথারঘাটায়, নাটোরের বড়াইগ্রামে, রংপুরের বদরগঞ্জে এবং ঝিনাইদহে সড়কে নিহত হয়েছেন আরো চারজন। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট :

লালমনিরহাট : লালমনিরহাট সদর উপজেলায় নৈশ্যকোচের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে থ্রি হুইলারের চার যাত্রী নিহত হয়েছেন। পরে চিকিৎসাধীন আরো এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ায় পাঁচজনে। এতে আরো পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

গত মঙ্গলবার রাত ১০টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী সেলিমনগর আইরখামাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গতকাল বুধবার সকালে কুড়িগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির মৃত্যু হয়।

নিহতরা হলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বোর্ডেরহাট তালতলা এলাকার মুক্তিযোদ্ধা জমশের আলী ব্যাপারীর ছেলে মাহাবুবার রহমান (২৭), একই উপজেলার মন্দিসের খামাড় এলাকার আছমত আলীর ছেলে আশিক বাবু (১১), ভুরুঙ্গামারী উপজেলার নলেয়া এলাকার মৃত নায়েম আলী মন্ডলের ছেলে আক্কেল আলী (৪৫), কুড়িগ্রাম সদর উপজেলার শীবরাম কুমারপাড়া এলাকার মৃত মোকসেদ আলীর স্ত্রীর শাবানা বেগম (৪০) ও একই এলাকার ছতরপুর বান্দেরপাড়ার নজরুল ইসলামের মেয়ে শারমিন খাতুন (১২)। গতকাল দুপুরে লালমনিরহাট সদর থানা কর্তৃপক্ষ নিহতের পরিবারের কাছে তিনটি লাশ হস্তান্তর করেন। বাকি লাশ লালমনিরহাট সদর থানায় নেওয়া হয়েছে।

পাথরঘাটা (বরগুনা) : বরগুনার পাথরঘাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. সাব্বির (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। গতকাল বুধবার সকাল ৭টার দিকে উপজেলার কাঁঠালতলী-চরদুয়ানি সড়কের এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের মো. চুন্নু মোল্লার ছেলে ও এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছিল। স্থানীয়রা জানান, সকালে সাব্বির বড় ভাইয়ের মোটরসাইকেলে যাওয়ার পথে কাঁঠালতলী-চরদুয়ানি সড়কে বিপরীত দিক থেকে আসা একটি টমটম মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই সাব্বির মারা যায়।

নাটোর ও বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-থানার মোড় ফিডার সড়কে স্কুলভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আগ্রাণ উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী মো. আবদুল বারী (৪০) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. গাফফার হোসেন (৪০)। তারা উভয়েই মোটরসাইকেল আরোহী। বুধবার বেলা ১১টার দিকে ফিডার সড়কের গাজী অটোরাইস মিলস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষক গাফফারকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আবদুল বারী উপজেলার আগ্রাণ গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের ছেলে এবং আহত শিক্ষক গাফফার ওই একই গ্রামের মৃত আবদুল হাকিমের ছেলে।

বদরগঞ্জ (রংপুর) : রংপুরের বদরগঞ্জে বালুবোঝাই ট্রাক্টরের সঙ্গে অটোরিকশার ধাক্কায় মেহেদি হাসান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার দামোদরপুর ইউপির মোস্তফাপুর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, একটি বালুবোঝাই ট্রাক্টর বালু নিয়ে শহরের দিকে আসার সময় মোস্তফাপুর ঘাট নামক স্থানে অটোভ্যানের সঙ্গে ধাক্কা লাগলে শিশু মেহেদি ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার খড়িখালী নামক স্থানে ট্রাকচাপায় লিয়াকত আলী (৫০) নামের এক ভিক্ষুক নিহত হয়েছেন। বুধবার সকালে খড়িখালী ইয়াফাত ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন মন্ডল সদর উপজেলার নৃসিংহপুর গ্রামের বিশারত মন্ডলের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, ইয়াছিন মন্ডল ফিলিং স্টেশনে ভিক্ষা করছিলেন। এ সময় সেখান থেকে ঝিনাইদহগামী বসুন্ধরা কোম্পানির গ্যাসবাহী ট্রাকের হেলপার তাকে ভিক্ষা দেন। টাকা হাত থেকে পড়ে গেলে ইয়াছিন তা তুলতে যান। এ সময় চালক ট্রাক চালালে পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালক বাবু মিয়াকে আটক করেছে পুলিশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close