পাঠান সোহাগ

  ১৯ ফেব্রুয়ারি, ২০১৯

প্রাণের বইমেলা

লিটলম্যাগ চত্বরে ক্রেতা কম

ব্যক্তিগত কিংবা কোনো সংগঠনের স্বতন্ত্র চিন্তাধারাকে প্রকাশের ইচ্ছা থেকে জন্ম নয় লিটল ম্যাগাজিন। সাহিত্যের এ রাগি ধারা অনেক পুরনো। ষাটের দশকে এর জনপ্রিয়তা ছিল। পরবর্তী সময়ে সর্বসাধারণের কাছে পাঠকপ্রিয়তা পায়নি এ ধারা। পাঠকের সেই নেতিবাচক মনোভাবের ভাটা এখনো চলছে। একুশের বইমেলার বহেরাতলার লিটলম্যাগ চত্বরে গতকালও চোখে পড়ল সেই চিরচেনা দৃশ্য। এ চত্বরের স্টল পাওয়া প্রকাশক ও সম্পাদকরা হতাশা প্রকাশ করে বলেছেন লিটিল ম্যাগাজিনের প্রতি পাঠকদের ক্রেতা কম।

বাংলা একাডেমি সূত্রে জানা যায়, প্রতি বছরই বহেরাতলায় লিটল ম্যাগাজিন চত্বরে স্টল বরাদ্দ থাকে। এ বছর ১৮২টি লিটলম্যাগকে ১৫৭টি স্টল দেওয়া হয়েছে। ২৫টি স্টলে ২টি করে ৫০টি লিটল ম্যাগাজিন স্থান পেয়েছে। কর্ষণ, করাতকল, খড়িমাটি, জঙ্গল, পরাগ, কবিতাপত্র, অনুভূতি, মাঝের বাড়ি, অনুঘটক, জলতরঙ্গ, বাংলা কবিতাপত্র, প্রতিধ্বনি, ফ্রিবু মেলা, রাস্ট, বর্ণিল, শব্দ, তৃতীয় চোখসহ ১৩২টি প্রতিষ্ঠান সম্পূর্ণ স্টল পেয়েছে।

গতকাল সোমবার সরেজমিনে মেলায় গিয়ে দেখা যায়, রোববারের ঝড়োবৃষ্টি ও দমকা হাওয়ার প্রভাব মেলায় ছিল। মেলা প্রাঙ্গণের মাটি ভেজা, ঠা-া পরিবেশ বিরাজ করছিল। বিকেল ৩টা মেলা শুরু হলেও ক্রেতা-দর্শনার্থীর তেমন ভিড় দেখা যায়নি। সন্ধ্যার পর কিছু পাঠক, ক্রেতা, দর্শনার্থী এলেও আশানুরূপ বিক্রি হয়নি।

লেখক বলছি কর্নার : নিজেদের নতুন প্রকাশিত গ্রন্থের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মুস্তাফিজ শফি, শোয়াইব জিবরান, মুহাম্মদ শামসুল হক, মলয় বালা আলোচনা করেন।

আজকের অনুষ্ঠান : আজ অমর একুশে গ্রন্থমেলার ১৯তম দিন। মেলা চলবে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে বাংলাদেশের ছড়াসাহিত্যে মুক্তিযুদ্ধের চেতনা শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন সুজন বড়–য়া। আলোচনায় অংশগ্রহণ করবেন আলম তালুকদার, আসলাম সানী, লুৎফর রহমান রিটন, আমীরুল ইসলাম ও আনজীর লিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ। সন্ধ্যায় রয়েছে কবিকণ্ঠে কবিতাপাঠ, কবিতা-আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close