নিজস্ব প্রতিনিধি

  ১৭ ফেব্রুয়ারি, ২০১৯

সেন্টমার্টিন নিয়ে মিয়ানমার দুঃসাহস দেখাচ্ছে : বিএনপি

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের ‘নতজানু’ পররাষ্ট্র নীতির কারণেই বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপকে মিয়ানমার সে দেশের মানচিত্রে নিজেদের অংশ দেখানোর সাহস পাচ্ছে। মিয়ানমার সেন্ট মার্টিন দ্বীপপুঞ্জকে নিজেদের অংশ হিসেবে দেখানোয় দেশটির রাষ্ট্রদূতকে ডেকে সরকারের প্রতিবাদ জানানোর প্রেক্ষাপটে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘বারবার মিয়ানমার সরকারিভাবে তাদের ওয়েবসাইটে সে দেশের মানচিত্রে সেন্ট মার্টিন দ্বীপকে নিজের অংশ হিসেবে দেখাচ্ছে। নতুজান পররাষ্ট্র নীতির কারণে মিয়ানমার বাংলাদেশকে নিয়ে দুঃসাহস দেখাতে স্পর্ধা দেখাচ্ছে।’

সরকারের উদ্দেশে বিএনপি নেতা বলেন, ‘শুধু দূতকে ডেকে নিয়ে প্রতিবাদ করলেই সব শেষ হয়ে যায় না। একবার নয়, কয়েকবার একই ঘটনা মিয়ানমার ঘটিয়েছে। অথচ সরকার কেবল নামকাওয়াস্তে প্রতিবাদ করে চুপ হয়ে যায়।’ মিয়ানমারের তৎপরতার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে জোরালোভাবে উপস্থাপনের দাবি জানান তিনি।

ঠাকুরগাঁওয়ের হরিপুরে গুলিবর্ষণের পর নিহতদের আসামি করে বিজিবির মামলা দায়েরের নিন্দা জানিয়েছেন বিএনপি নেতা রিজভী। তিনি বলেন, ‘সীমান্ত পাহারা দেওয়ার কাজ বিজিবির। তারা সীমান্ত পাহারা না দিয়ে বিএসএফের মতোই বাংলাদেশিদের হত্যা করছে। প্রতিদিনই বিএসএফ বাংলাদেশিদের গুলি করে হত্যা করছে, অথচ বিজিবি এ বিষয়ে নির্বিকার। সংবাদ সম্মেলনে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাহিদা রফিক, কেন্দ্রীয় নেতা এ বি এম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ, মুনির হোসেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close