ইবি প্রতিনিধি

  ১২ ফেব্রুয়ারি, ২০১৯

ইবিতে রংপুর ছাত্র কল্যাণ সমিতির পিঠা উৎসব

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃহত্তর রংপুর ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে পিঠা উৎসব হয়েছে। গতকাল বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ পিঠা উৎসব হয়। এ সময় ভাঁপা, পুলি, চিতই, তৈল পিঠা, খোলা পিঠা, ডিম পিঠা, কলাই, তেজপাতা, গোলাপ পিঠাসহ রংপুর অঞ্চলের বিখ্যাত সব পিঠা পরিবেশন করা হয়।

বিশ^বিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্র্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান, আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ বি এম জাকির হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ফিরোজ আল মামুন প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী এনামুল হক ও আইন বিভিাগের শিক্ষার্থী সাজেদা আক্তার জলি অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন।

উল্লেখ্য, দেশের উত্তরাঞ্চলের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধাÑ এ আট জেলার শিক্ষার্থীদের সমন্বয়ে বৃহত্তর রংপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি গঠিত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close