বিশেষ প্রতিবেদক, রাজশাহী

  ১০ ফেব্রুয়ারি, ২০১৯

প্রতিবেদন প্রকাশ

বন্ধ হলো রাজশাহীর সেই তিনটি কোচিং সেন্টার

প্রতিদিনের সংবাদ পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পরই বন্ধ হয়ে গেছে একটি স্কুলকে ঘিরে পরিচালিত তিনটি কোচিং সেন্টার। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পুরান তাহিরপুর উচ্চবিদ্যালয়। এটি রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবস্থিত।

সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দাপটের সঙ্গে পরিচালিত এই তিনটি কোচিং সেন্টার বাণিজ্যের ঘটনা নিয়ে শুক্রবার প্রতিদিনের সংবাদে ফলাও করে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরই সেসব প্রতিষ্ঠান বন্ধ কওে দেওয়া হয়েছে। যে কারণে রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) এস এম আবদুল কাদেরের নির্দেশ সেখানে যেতে হয়নি দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন সরকারকে।

এ তথ্য নিশ্চিত করে দুর্গাপুরের ইউএনও মো. লিটন সরকার গতকাল শনিবার বিকালে মুঠোফোনের মাধ্যমে প্রতিদিনের সংবাদকে জানান, রাজশাহীতে একটি স্কুল ঘিরে চলছে তিনটি কোচিং বাণিজ্য শিরোনামে গত শুক্রবার প্রতিদিনের সংবাদে ফলাও করে একটি প্রতিবেদন প্রকাশ হয়। এ ঘটনায় ডিসি স্যার ফোন করে আমাকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close