গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

  ১০ ফেব্রুয়ারি, ২০১৯

গোমস্তাপুরে প্রাকৃতিক গ্যাস না অন্য কিছু?

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি ধানি জমিতে সেমি ডিপ টিউবওয়েল বসানোর সময় গ্যাসের মতো দাহ্য পদার্থ বের হচ্ছে বলে জানা গেছে। উপজেলার আলীনগর ইউনিয়নের মকরমপুর এলাকায় গত তিন দিন ধরে এ ঘটনা ঘটছে।

স্থানীয়রা জানায়, ওই এলাকার সাবেক ইউপি সদস্য মঈনুদ্দিনের জমিতে গত ৬ ফেব্রুয়ারি সকালে সেমি ডিপ টিউবওয়েল বসানোর জন্য জমি খনন করার সময় প্রথমে পানি তারপর গ্যাসের মতো দাহ?্য পদার্থ বের হয়। সেখানে দিয়াশলাইয়ের কাঠি জ্বালালে আগুন জ্বলে উঠছে। খনন শ্রমিকরা জানায়, প্রায় ১১০ ফিট মাটি খোঁড়ার পর প্রথমে পানি তারপর গ্যাসের মতো দাহ্য পদার্থ বের হয়ে আসছে এবং ওই স্থানে বুদবুদ শব্দ হচ্ছে। পরে তারা ডিপ টিউবওয়েলের পাইপের মুখটি পাটের বস্তা দিয়ে বেঁধে রেখেছে। খবর পেয়ে রহনপুর ফায়র সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিভানোর চেষ্টা করে। এদিকে এ ঘটনা গত তিন দিন অতিবাহিত হলেও সংশ্লিষ্ট কেউ বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার জন্য ঘটনাস্থলে উপস্থিত হয়নি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান জানান, বিষয়টি ভূতাত্ত্বিক জরিপ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তারা বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে যথাযথ ব্যবস্থা নেবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close