নিজস্ব প্রতিবেদক

  ০৯ ফেব্রুয়ারি, ২০১৯

আজ পর্দা নামছে বাণিজ্য মেলার

জমজমাট কেনাকাটার মধ্য দিয়ে আজ শনিবার শেষ হচ্ছে মাসব্যাপী ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ ২০১৯)। গতকাল শুক্রবার ছিল মেলার শেষ ছুটির দিন। মূল্য ছাড় আর বাহারি অফারে কেনাকাটায় ব্যস্ত ছিলেন ক্রেতারা। প্রথমদিকে ক্রেতা-দর্শনার্থীর খরা থাকলেও গত দুই সপ্তাহ ধরে জমজমাট মেলা প্রাঙ্গণ। মেলার গেট ইজারা নেওয়া প্রতিষ্ঠানের বর্ণনা মতে, গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত এবারের মেলার ২৯ দিনে দর্শনার্থীর সংখ্যা

১৯ লাখ ছাড়িয়েছে। মেলার গেট ইজারা পাওয়া মীর ব্রাদার্সের কর্ণধর মীর শহিদুল বলেন, গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত এক লাখ ২০ হাজারের মতো দর্শনার্থী মেলা প্রাঙ্গণে প্রবেশ করেছেন। আমরা ধারণা করছি, আজ দর্শনার্থীর সংখ্যা এক লাখ ৫০-৬০ হাজার হবে।

আয়োজকরা জানিয়েছেন, গত ৯ জানুয়ারি শুরু হওয়া এ মেলার পর্দা নামবে আজ। মেলার শেষ দিকে ব্যবসায়ীদের অনুরোধে এবার একদিন সময় বাড়ায় সরকার। মেলায় ১৪ ক্যাটাগরিতে দেশ-বিদেশের ৫২০টি স্টল ও প্যাভিলিয়ন ছিল। এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও অংশ নেয় ভারত, পাকিস্তান, চীন, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জার্মানি, নেপাল, হংকং, জাপান, আরব আমিরাত, মরিশাস, ঘানা, মরক্কো এবং ভুটান। অংশগ্রহণকারী দেশের প্রতিষ্ঠানগুলো নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close