জাবি প্রতিনিধি

  ০৮ ফেব্রুয়ারি, ২০১৯

গানের মিছিলে জাকসু নির্বাচন দাবি

গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে গানের মিছিল করেছে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে মিছিলটি শুরু হয়ে কয়েকটি সড়ক ও ভবন প্রদক্ষিণ করে জাকসু ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারীদের কণ্ঠে উচ্চারিত হতে থাকে ‘আমাদের সংগ্রাম চলবেই, জয় বাংলা বাংলার জয়, ও আলোর

পথযাত্রী, মুক্তির মন্দির, ঢেউ উঠছে কারা টুটছে, দুর্গম গিরি কান্তার মরু’ প্রভৃতি গান।

গানের মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পাপ্পু, কোষাধ্যক্ষ মারুফ মোজাম্মেল প্রমুখ।

মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বরাবর স্মারকলিপি প্রদান করেন সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা। স্মারকলিপিতে অবিলম্বে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানানো হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close