পাঠান সোহাগ

  ২৪ জানুয়ারি, ২০১৯

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১৯

কর্মদিবসে ইচ্ছামতো কেনাকাটা

ছুটির দিনে উপচে পড়া ভিড়ে মেলায় পা রাখা যায় না। তবে অন্য কর্মদিবসে এমন চিত্র দেখা যায় না। সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার দর্শনার্থী ও ক্রেতা কম থাকেন। এই পরিস্থিতি থাকে বৃহস্পতিবার পর্যন্ত। ছুটির দিনে উপচে পড়া ভিড়ের মধ্যে মেলায় ঘুরে ঘুরে পছন্দের পণ্য খুঁজতে কিছুটা হলেও বিড়ম্বনায় পড়তে হয়। সে ক্ষেত্রে কর্মদিবসের দিনগুলোয় ঢিলেঢালা ভিড়ের মধ্যে ইচ্ছামতো ঘুরে ঘুরে পছন্দের পণ্য কেনাকাটা অনেকটা সহজ হয়।

গতকাল বুধবার সরেজমিনে মেলায় গিয়ে দেখা গেছে, সকাল থেকে দুপুর পর্যন্ত মেলায় জনসমাগম কম ছিল। বিকেলে দর্শনার্থী-ক্রেতা বাড়তে থাকে।

বিভিন্ন স্টলের একাধিক বিক্রয়কর্মী জানান, মেলার প্রবেশ গেট খুলে দেওয়ার পরপরই দর্শনার্থীরা প্রবেশ করছেন কিন্তু কম। দুপুর আড়াইটা পর্যন্ত দর্শনার্থীর তেমন চাপ ছিল না। বিকেল ৫টার পর দর্শনার্থীর চাপ বেড়েছে। তবে শুক্র, শরিবারের মতো হয়নি।

পল্লবী থেকে দুপুরে মেলায় এসেছেন সায়েম আহমেদ। তিনি জানান, ‘মেলায় প্রবেশ করার সময় টিকিট কাটতে লাইনে দাঁড়ানোর প্রয়োজন হয়নি। মেলা প্রাঙ্গণে সহজে ঢুকেছি। ভেতরে তেমন ভিড় ছিল না। এবার ইচ্ছামতো পণ্য পছন্দ করব।’

কলাবাগানের রাসেল জানান, ‘মেলায় খাবারের স্টল ও প্যাভিলিয়নগুলো দারুণ সাজানো হয়েছে। ছুটির দিন এসেছিলাম। খাবারের স্টলগুলোয় ভিড়তে পারিনি। আজ তেমন ভিড় ছিল না। তাই মিঠাইয়ের কয়েকটি মিষ্টির আইটেম কিনলাম। টেস্ট করেছি। বেশ ভালো।’

এবারের মেলায় মিঠাইয়ের ঐতিহ্যবাহী প্যাভিলিয়ন দই, মিষ্টি, লাড্ডু, চমচম, রসগোল্লাসহ দুই শতাধিক খাদ্যপণ্য নিয়ে সাজানো হয়েছে। মেলায় আসা দর্শনার্থী ও ক্রেতাদের আকৃষ্ট করতে ছয়টি বিশেষ আকর্ষণীয় অফার দেওয়া হয়েছে। সুলভমূল্যে ও স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ করছে এ প্রতিষ্ঠান। মিঠাইয়ের বিক্রয়কর্মী নাজমুল হক বলেন, ‘আমরা সুস্বাদু ও মানসম্মত খাবার পরিবেশন করেছি। আমাদের পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ আছে। বিক্রিও হচ্ছে।’ তিনি জানান, ‘মেলায় আমাদের ছয়টি অফার চলছে। এসব অফার ৫০ থেকে ১৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close