বিশেষ প্রতিনিধি, রাজশাহী

  ২২ জানুয়ারি, ২০১৯

আসন ফাঁকা রেখেই রাবিতে ক্লাস শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৯টি অনুষদে মোট ৬০ আসন ফাঁকা রেখেই গতকাল সোমবার থেকে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস শুরু করেছে কর্তৃপক্ষ। ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস শুরু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাবি রেজিস্টার প্রফেসর ড. এম এ বারী। ক্লাস শুরুর বিষয়টি নিশ্চিত করে সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর খাদেমুল ইসলাম মোল্যা প্রতিদিনের সংবাদকে বলেন, ‘কোন কোন ইউনিটে আসন ফাঁকা রয়েছে, সে বিষয়টি এখনো নির্দিষ্ট করা হয়নি। তবে সবগুলো ইউনিট মিলিয়ে ৬০টির মতো আসন ফাঁকা রয়েছে।’ কিন্তু কী কারণে এসব আসন ফাঁকা রয়েছে, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

প্রসঙ্গত, গত ২৫ নভেম্বর ২০১৮ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close