বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

  ২২ জানুয়ারি, ২০১৯

বোদায় গাছতলায় সন্তান জন্ম

তিন তদন্ত কমিটি নার্সকে শোকজ

পঞ্চগড়ে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে গাছতলায় সন্তান জন্ম দেওয়ার জন্য দায়ী বলে অভিযুক্ত নার্স সাবানা বেগমকে ক্লোজ করে শোকজ করা হয়েছে। তাকে ৩ দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। এছাড়া উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা স্বাস্থ্য বিভাগ তিনটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটিকে ৭ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

এদিকে গাছতলায় সন্তান জন্ম দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয়রা। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা।

গত শনিবার রীনা বেগম নামে সন্তানসম্ভবা এক মাকে চিকিৎসা না দিয়েই বের করে দেওয়ার অভিযোগ উঠেছে হাসপাতালের মিডওয়াইভ নার্স সাবানা বেগমের বিরুদ্ধে। এদিকে, রাতেই প্রসূতি হাসপাতাল চত্বরে একটি গাছতলায় খোলা আকাশের নিচে মাটিতেই সন্তান প্রসব করেন। পরে হাসপাতালের এক পরিচ্ছন্ন কর্মী মা ও শিশুকে জরুরি বিভাগে নিয়ে যান।

বিষয়টি ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হয়ে পড়লে টনক নড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close