কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

  ১৭ জানুয়ারি, ২০১৯

প্রতিপক্ষকে ফাঁসাতে শিশুকন্যা হত্যা বাবার যাবজ্জীবন

প্রতিপক্ষকে ফাঁসাতে শিশুকন্যা হত্যায় দায়ের করা মামলায় পিতা শাহদাৎ হোসেনকে (৪২) যাবজ্জীবন কারাদ- দিয়েছেন পটুয়াখালী বিশেষ দায়রা জজ আদালত। গতকাল বুধবার দুপুরে পটুয়াখালী বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ এ রায় প্রদান করেন। এ সময় আসামি পলাতক ছিল।

আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১১ এপ্রিল জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাই আবদুর রহমান গংদের ফাঁসাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জে শাহদাৎ হোসেন তার শিশু কন্যা মুনিয়াকে ধারালো দা দিয়ে মাথায় আঘাত করে মারাত্মকভাবে আহত করে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় মুনিয়া ১২ এপ্রিল পটুয়াখালী সদর হাসপাতালে মারা যায়। পরে আসল ঘটনা বেরিয়ে এলে কলাপাড়া থানার এসআই নাজমুল করিম বাদী হয়ে ওই বছরের ৪ জুলাই কলাপাড়া থানায় পিতা শাহদাৎকে আসামি করে মামলা দায়ের করেন। এবং ১২ অক্টোবর পিতাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত দীর্ঘ শুনানি এবং ভিকটিমের মাসহ ১৫ জনের সাক্ষ্য নিয়ে আসামি পিতাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান ও ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম দন্ড প্রদান করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close