নিজস্ব প্রতিবেদক

  ১৪ জানুয়ারি, ২০১৯

এইচটুও রেস্টুরেন্টে অভিযান চালিয়ে সিসা জব্দ, আটক ৩

রাজধানীর ধানমন্ডির অভিজাত রেস্টুরেন্ট এইচটুওতে অভিযান চালিয়ে ৭৫৯ গ্রাম নিষিদ্ধ মাদক সিসাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ ঘটনায় রেস্টুরেন্টটির তিন কর্মচারীকে আটক করা হয়েছে।

গতকাল রোববার ডিএনসির ঢাকা মেট্রো অঞ্চলের সহকারী পরিচালক খোরশিদ আলম জানান, রেস্টুরেন্ট এইচটুওতে সিসা পরিবেশন করা হয়Ñ এমন তথ্যের ভিত্তিতে গত শনিবার রাতে সেখানে অভিযান চালানো হয়। তবে সেখানে গিয়ে সিসার অস্তিত্ব না পাওয়ায় লাউঞ্জের সিসিটিভি ক্যামেরার ফুটেজে যাচাই করা হয়। ফুটেজ যাচাই করে দেখা যায় দিনভর সেখানে সিসা বিক্রি করা হয়। তবে অভিযানের আগেই খবর পেয়ে যাওয়ায় তারা তখন সিসা পরিবেশন বন্ধ করে দেয়। ডিএনসির এই কর্মকর্তা বলেন, অভিযানে রেস্টুরেন্টটির রান্নাঘর থেকে ৭৫৯ গ্রাম সিসা জব্দ করা হয়। ও?ই ঘটনায় তিন কর্মচারীকে আটক করা হয়। তবে তাদের মালিক ও ম্যানেজার পলাতক রয়েছেন। ‘সিসা’ একটি ফারসি শব্দ যার বাংলা অর্থ হলো হুক্কা বা হুক্কার মাধ্যমে সেবনযোগ্য তামাক। এরই মধ্যে বাংলাদেশে মাদকদ্রব্য আইনে সিসাকে মাদক হিসেবে উল্লেখ করে তা নিষিদ্ধ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close