পাঠান সোহাগ

  ১৪ জানুয়ারি, ২০১৯

বাণিজ্য মেলায় গৃহস্থালি পণ্যের চাহিদা বেশি

এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গৃহস্থালি পণ্যের চাহিদা সবচেয়ে বেশি। মূলত গৃহবধূরাই এসব পণ্যের প্রধান ক্রেতা। গৃহস্থালি পণ্যগুলোর মধ্যে প্লাস্টিক, সিলভার, মেলামাইন, কাচ, সিরামিক ও পিতলের সামগ্রী জনপ্রিয়। এর মধ্যে প্লাস্টিকের থালা, বোল, গ্লাস, জগ, মগ ও বালতি আছে। প্লাস্টিকের কিছু ইলেকট্রিক সামগ্রীও বেশ পরিচিত। এর মধ্যে ব্লেন্ডার, জুস মেকার, প্রেসার কুকার, রাইস কুকার, ইন্ডাকশন কুকার, ইলেকট্রিক কেটলি, স্টিম আয়রন, ড্রাই আয়রন ও হেয়ার ড্রইয়ার। সিরামিকের তৈজসপত্র, অ্যালুমিনিয়ামের তৈরি দেশি-বিদেশি রান্নার পাত্রসহ গৃহস্থালি নানা সামগ্রী বেশি কিনছেন ক্রেতারা। এ ছাড়া ননস্টিক ফ্রাইপ্যান, কড়াই, ওভেন ঘর সাজানোর ফার্নিচার, টিভি, ফ্রিজও রয়েছে ক্রেতাদের পছন্দের তালিকায়। গতকাল রোববার সরেজমিনে গিয়ে বাণিজ্য মেলায় স্টল মালিক, বিক্রয়কর্মী ও ক্রেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

গৃহস্থালি পণ্যের প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মধ্যে ওয়ালটন, আরএফএল, বেঙ্গল, বেস্ট বাইট ওয়াল্টল, পারটেক্সসহ গৃহস্থালি সামগ্রীর স্টল ও প্যাভিলিয়নে ক্রেতাদের ভিড় সবচেয়ে বেশি। প্রাণ আরএফএলের বিক্রয়কর্মীরা জানান, ‘প্রতি বছর মেলাকে ঘিরে নতুন ডিজাইনের পণ্য নিয়ে আসা হয়। নতুন ডিজাইনের এসব পণ্যের চাহিদা সব সময় থাকে।’ গৃহস্থালি পণ্য বিক্রেতা আমিনুর রহমান জানান, ‘আমাদের প্রতি বছর একটি স্টল থাকে। মেলায় গৃহস্থালি পণ্য, প্লাস্টিকের ফার্নিচার ভালো বিক্রি হয়। প্রথম দিনে বিক্রি তেমন হয়নি। তবে গত তিন দিন বিক্রি বেড়েছে।’ সামনের দিনগুলোয় ভালো বিক্রি হবে বলে আশা তার। গতকাল মেলায় কথা হয় আদাবরের বাসিন্দা গৃহিণী সাইমা রহমানের সঙ্গে। তিনি জানান, ‘বিকেলে বাণিজ্য মেলায় আসলাম। রান্না-বান্না থেকে শুরু করে নিত্য ব্যবহার্য সব পণ্য কম দামে পাওয়া যাচ্ছে। কিছু প্লাস্টিকের সামগ্রী কিনেছি। অল্প দামে সবকিছুই পাওয়া যায়।’ লালমাটিয়া থেকে পরিবার নিয়ে আরিফুল ইসলাম মেলায় এসেছেন। তিনি সদ্য বিয়ে করেছেন। নতুন সংসারের জন্য প্রয়োজনীয় ফার্নিচার কিনবেন। তিনি জানান, ‘অল্প দামে ওয়ারড্রব, প্লাস্টিকের চেয়ার ও টেবিল দেখছি। আর কয়েকটি স্টল দেখে পছন্দ হলেই কিনে ফেলব।’ মেলা থেকে গৃহস্থালি পণ্য কিনছিলেন আফরোজা রোজ। তিনি জানান, ‘আজ মেলায় প্রথম এসেছি। বাণিজ্য মেলায় কম মূল্যে ও ভালো মানের গৃহস্থালি পণ্য পাওয়া যায়। আজ ঘর সাজানোর জন্য কয়েকটি প্লাস্টিকের শোপিস কিনেছি। দেখি আরো কিছু কেনা যায় কি না।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close