কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

  ১৩ জানুয়ারি, ২০১৯

নির্যাতনের প্রতিবাদ করলেন প্রতিবন্ধী স্কুলশিক্ষিকা

সংবাদ সম্মেলন

মিথ্যা মৃত্যু সনদ ও একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করাসহ সম্পত্তি হাতিয়ে নেয়ার অভিযোগে চাচা ওসমান হাওলাদারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন প্রতিবন্ধী স্কুলশিক্ষিকা লিমা আক্তার। গতকাল শনিবার বেলা ১১টায় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটিতে এ সংবাদ সম্মেলন হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিবন্ধী স্কুলশিক্ষিকার চাচা আবদুল আজিজ হাওলাদার, ফুপাতো ভাই সাইফুল ইসলাম, মা মায়া বেগমসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য। লিখিত বক্তেব্যে লিমা অক্তার বলেন, তার পিতা আলী আহম্মদ ওরফে আলী আকব্বর দীর্ঘদিন লিভার সিরোসিস রোগে ভুগে দুই বছর মারা যান। তার মৃত্যুর পর তারই আপন বড় ভাই ওসমান হাওলাদার ও তার পরিবার অসহায়ত্বের সুযোগ নিয়ে সম্পত্তি থেকে বঞ্চিতসহ ভোগদখলীয় জমি দখলের চেষ্টায় মেতে ওঠে। বিভিন্ন ছল-চাতুরিসহ একের পর এক মিথ্যা মামলাসহ মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করছে। বর্তমানে তার পরিবার জীবনহানির শঙ্কায় ভুগছে।

সর্বশেষ গত ৪ জানুয়ারি ২০১৯ সালে হামলাসহ জখমের অভিযোগ তুলে একটি মিথ্যা মামলা কলাপাড়া থানায় দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে ওসমান হাওলাদার বলেন, তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তাকে হেয়প্রতিপন্ন করার জন্য এসব অভিযোগ আনা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close