নরসিংদী প্রতিনিধি

  ১২ জানুয়ারি, ২০১৯

বিএনপিকে আমি রাজনৈতিক দল মনে করি না

শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, ‘বিএনপির মতো বহু দল চলে গেছে। ইতিহাসে তাদের নামও নেই। তা ছাড়া বিএনপিকে আমি রাজনৈতিক দল মনে করি না। কারণ তারা জনগণের কথা ভাবে না।’ গতকাল শুক্রবার দুপুরে নিজ জেলা ও উপজেলার প্রশাসনিক কর্মকতা এবং তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় শেষে নরসিংদী সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, ‘আমরা জনগণের ভোটে ক্ষমতায় এসেছি। তাই আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে জনগণের প্রত্যাশা পূরণ করা। আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের কর্মপরিকল্পনা সাজিয়ে রেখেছি। সেই হিসেবে সব উন্নয়ন বাস্তবায়ন হবে।’

বিএনপি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এটি কোনো রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ বিরোধী একটি প্ল্যাটফর্ম মাত্র। তারা একেক সময় একেকভাবে আবির্ভূত হয়। শুধু আওয়ামী লীগের বিরোধিতার জন্য। তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। বিএনপির মতো এ রকম বহু দল চলে গেছে। ইতিহাসে তাদের নাম নেই। তা ছাড়া বিএনপিকে আমি রাজনৈতিক দল মনে করি না। কারণ তারা জনগণের কথা ভাবে না। জনগণের কথা ভাবলে পেট্রলবোমা আর আগুন সন্ত্রাস করে মানুষকে পুড়িয়ে মারত না।’

শিল্পমন্ত্রী হওয়ার পর এটাই তার নরসিংদী প্রথম সফর। তার এই সফর ঘিরে নরসিংদী সার্কিট হাউসে শত শত নেতাকর্মী শুভেচ্ছা জানাতে ভিড় জমান। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া, জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, জেলা পুলিশ সুপার মেরাজ উদ্দিন আহামেদ, নরসিংদী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রায়হান সিদ্দিক, জেলা আওয়ামী মহিলা লীগের সম্পাদক প্রয়াত তামান্না নুসরাত বুবলী, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মেরাজ মাহমুদ মিরাজ ও প্যানেল চেয়ারম্যান নুসরাত জাহান তামান্না প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close