টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

  ১২ জানুয়ারি, ২০১৯

আমরা অনেক উন্নতি করছি

বাণিজ্যমন্ত্রী

আমরা আগের থেকে অনেক উন্নতি করছি। ভারত ও চীন মিলে প্রায় ২৫০ কোটি মানুষের দেশ। আমাদের সর্বাত্মক চেষ্টা চলছে এই দুটি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা। তাই ভারত ও চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গতকাল শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘এরই মধ্যে ভারতের বাজারে প্লাস্টিক, গার্মেন্ট সামগ্রীসহ বিভিন্ন পণ্য রফতানি হচ্ছে। চীন, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশকে টার্গেট করে আমরা পরিকল্পনা করছি।’

বাজারে চালের দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, ‘আমি ও খাদ্যমন্ত্রী মিলে মালিকসহ এই ট্রেডের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সঙ্গে বসে কথা বলেছি। তারা কথা দিয়েছেন সপ্তাহখানেকের মধ্যে দাম কমে আসবে। আশা করছি, খুব তাড়াতাড়ি বিষয়টি সমাধান হবে।’

এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়ার পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close