ঢাবি প্রতিনিধি

  ১২ জানুয়ারি, ২০১৯

নবীন শিক্ষার্থীদের সমস্যা জানতে চায় ছাত্রলীগ

নবীন শিক্ষার্থীদের একাডেমিক, ব্যক্তিগত, আবাসন ও আর্থিক অসচ্ছলতা-সংশ্লিষ্ট যেকোনো সমস্যা-সংকট জানানোর অনুরোধ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। গতকাল শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নবীন শিক্ষার্থীদের প্রতি এই অনুরোধ জানানো হয়েছে। নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, নবীন শিক্ষার্থীদের মেধায় উৎসাহ, আবাসন-সংকটে পাশে থাকা, ছাত্রবৃত্তির মাধ্যমে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তার জন্য ছাত্রলীগের কর্মসূচি চলমান রয়েছে। সংগঠনের পক্ষ থেকে মনোমুগ্ধকর আয়োজনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণের বিষয়টি প্রক্রিয়াধীন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের শীর্ষ মেধাবী শিক্ষার্থীদের জন্য ছাত্রলীগের পক্ষ থেকে ‘দেশরতœ মেধাবৃত্তি’ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর সঙ্গে ‘আইডিয়

এক্সচেঞ্জ প্রোগ্রাম’ আয়োজনের প্রাক?-পরিকল্পনাও হাতে নিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের প্রতি সাত দফা আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এর মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবন পাঠ ও তার জীবন-দর্শন থেকে শিক্ষা নেওয়া, সমাজকল্যাণমূলক কাজে অংশগ্রহণ, প্রগতিশীল আকাক্সক্ষা ও শুভ কাজের প্রতিযোগিতার ছাত্ররাজনীতিতে অংশগ্রহণ, মাদক-সন্ত্রাস ও মৌলবাদের বিরুদ্ধে লড়াই ইত্যাদি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close