তুহিন আহমদ, মহানগর (সিলেট)

  ০৪ জানুয়ারি, ২০১৯

গ্রেফতার এড়াতে সিলেটে বিএনপির সতর্ক চলাফেরা

অধিকাংশই আত্মগোপনে * ভোটকেন্দ্রে বাধাদানে নতুন ১২টি মামলা

সিলেটে পুলিশের হাত থেকে গ্রেফতার এড়াতে বিএনপি নেতাকর্মীরা এখন খুব কৌশলে এবং সতর্কতার সঙ্গে চলাফেরা করছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে ছিলেন। এখনো তারা আত্মগোপনেই রয়েছেন। এদিকে নির্বাচনী কাজে বাধা দেওয়ার অভিযোগে সিলেট বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নতুন করে আরো ১২টি মামলা হয়েছে। ফলে নির্বাচনের পর তাদের ওপর হয়রানি বাড়ছে বলে অভিযোগ দলটির নেতাকর্মীদের।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, নির্বাচনের পরেও তাদের নেতাকর্মীরা পুলিশ হয়রানির শিকার হচ্ছেন। আত্মগোপনের রয়েছেন বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও। মামলা ও গ্রেফতার আতঙ্ক নিয়ে নির্বাচনে প্রচার কাজে থাকলেও এখনো পুরোদমেই আত্মগোপনে থাকতে হচ্ছে তাদের। নতুন পুরাতন মামলার কারণে নেতাকর্মীরা কোণঠাসা হয়ে পড়েছেন।

মর্যাদাপূর্ণ আসন সিলেটে বিএনপি মনোনীত প্রার্থী হারের পর কোনো ধরনের আন্দোলন হয়নি। নেতারা বলছেন, স্থানীয়ভাবে কর্মসূচি দেওয়ার কোনো সুযোগ নেই। কেন্দ্রের দিকেই এখন তাকিয়ে আছেন। কেন্দ্র থেকে আন্দোলনের নির্দেশ এলেই কর্মসূচি দিয়ে মাঠে নামবেন স্থানীয় নেতাকর্মীরা। তাই এখনো পর্যন্ত কোনো ধরনের আন্দোলনে নামেনি সিলেট বিএনপি। মহানগর বিএনপির সহসভাপতি রেজাউল হাসান লোদী বলেন, ‘আমরা নির্বাচনের শুরুতেই পুলিশ বাধায় প্রচার চালাতে পারিনি। এখন পুলিশ হয়রানিতে বাসাবাড়িতে টিকাও মুশকিল। আমি সিলেটে চারবারের নির্বাচিত জনপ্রতিনিধি। কিন্তু আমার নামেও যে মামলা হয়েছে এর কারণে নিয়মিত অফিস করতে পারছি না। জনগণের সুবিধা নিশ্চিতে যে কাজ করার কথা, সেটিও করতে পারছি না।’

তিনি আরো বলেন, ‘কেন্দ্রীয়ভাবে আমরা কর্মসূচির নির্দেশের অপেক্ষা করছি। স্থানীয়ভাবে আমাদের কোনো কর্মসূচি বা আন্দোলনের ডাক দেওয়ার কোনো সুযোগ নেই। তাই আমরা এখন কেন্দ্রের দিকে তাকিয়ে। পাশাপাশি পুলিশ হয়রানির একটা প্রভাব নেতাকর্মীদের মধ্যে রয়েছে।’

এদিকে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ভোটকেন্দ্রে বাধা প্রদানের অভিযোগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে আরো ১২টি নতুন মামলা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা।

তিনি বলেন, ‘নির্বাচন পরবর্তী সময়ে আরো ১২টি মামলা হয়েছে। নির্বাচনের আগেও বেশ কয়েকটি মামলা হয়েছে। সঠিক সংখ্যা এখন বলা যাচ্ছে না। নির্বাচন-পরবর্তী মামলাগুলো ভোটকেন্দ্রে বাধা প্রদানের কারণেই হয়েছে।’

নির্বাচনকে কেন্দ্র করে সিলেটে বিএনপি নেতাকর্মীদের কারাগারে প্রেরণের কারণে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, সেটি এখনো কাটেনি। অনেকের ব্যবসা প্রতিষ্ঠান থাকলেও সেখানে সময় না দিয়ে পুলিশ হয়রানির কারণে কৌশলী চলাচল করতে হচ্ছেÑ এমনটি অভিযোগ বিএনপি নেতাকর্মীদের।

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, ‘নির্বাচন-পরবর্তী সময়ে এখনো পুলিশ হয়রানির শিকার হচ্ছি। বিভিন্ন রকমের মামলা দিয়ে আমাদের হয়রানি করা হচ্ছে। পুলিশ থেকে বাঁচতে অধিকাংশ নেতাকর্মীই আত্মগোপনে। নতুন করেও মামলা দেওয়া হচ্ছে।’

জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, ‘পুলিশের হাত থেকে বাঁচতে আমাদের নেতাকর্মীরা কৌশলী চলাফেরা করছেন। নতুন করে আরো ১০-এর অধিক মামলা হয়েছে। এ ছাড়াও পুলিশ হয়রানি চলছেই। আমাদের নেতাকর্মীরা বাড়িঘরে যেতে পারছেন না।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close