আদালত প্রতিবেদক

  ১০ ডিসেম্বর, ২০১৮

নাইকো মামলা

৩ জানুয়ারি খালেদার হাজিরের নির্দেশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে নাইকোর কাছ থেকে ঘুষ নেওয়ার মামলায় কানাডা পুলিশ ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের তদন্ত প্রতিবেদন গ্রহণের বিষয়ে শুনানি হবে আগামী ৩ জানুয়ারি। ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক নতুন তারিখে খালেদা জিয়াসহ মামলার সব আসামিকে আদালতে হাজির থাকার আদেশ দিয়েছেন।

গতকাল রোববার তদন্ত প্রতিবেদন গ্রহণের শুনানির দিন ছিল। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল শুনানিতে আদালতকে বলেন, এ মামলার বিচার দেশে-বিদেশে হচ্ছে। বিদেশিরা যে তদন্ত করেছে, সে বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য আবেদন করা হয়েছে।

অন্যদিকে খালেদা জিয়ার আইনজীবী আব্দুর রেজ্জাক খান ও মাসুদ আহমেদ তালুকদার এ বিষয়ে শুনানির জন্য তারিখ পেছানোর আবেদন করেন এবং এ বিষয়ে আপত্তি দেবেন বলে আদালতে মৌখিকভাবে জানান। তারা বলেন, এ মামলাটি গুরুত্বপূর্ণ। তাই সব আসামির উপস্থিতিতে মামলাটির শুনানির আর্জি জানান তারা। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক শেখ হাফিজুর রহমান আপত্তি দাখিল এবং এ বিষয়ে শুনানির জন্য ৩ জানুয়ারি দিন ঠিক করেন।

গত ২২ নভেম্বর একই আদালতে এ মামলায় রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ এবং যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের তদন্ত প্রতিবেদন দাখিল করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। যেখানে খালেদাসহ ১১ জনের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ রয়েছে।

এ ছাড়াও মামলায় কানাডা পুলিশ এবং এফবিআইয়ের কয়েকজন কর্মকর্তার সাক্ষ্য নিতেও আবেদন করেন অ্যাটর্নি জেনারেল। ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে তুলে দিয়ে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করার অভিযোগে মামলাটি করে দুদক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close