বিশেষ প্রতিবেদক, রাজশাহী

  ১০ ডিসেম্বর, ২০১৮

রাজশাহীর ৬ আসনে ২৫ প্রার্থী চূড়ান্ত

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে রাজশাহীতে বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা নিজ নিজ রির্টানিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে। প্রথম দফায় বাতিলকৃত হেভিওয়েট তিন প্রার্থী শেষ পর্যন্ত এ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন। গতকাল রোববার শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করায় রাজশাহীর ৬টি আসনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন ২৫ প্রার্থী।

আওয়ামী লীগ থেকে রাজশাহী-৫ আসনে শুধু নতুন মুখ ডা. মুনসুর রহমান ছাড়া নৌকা প্রতীকে লড়ছেন বর্তমান ৫ এমপি। তারা হলেন রাজশাহী-১ আসনে ওমর ফারুক চৌধূরী, রাজশাহী-২ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৩ আয়েন উদ্দিন, রাজশাহী-৪ ইঞ্জিনিয়ার এনামুল হক ও রাজশাহী-৬ আসনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

চূড়ান্ত প্রার্থী তালিকায় রাজশাহীর ৬টি আসনে ধানের শীষ নিয়ে যারা লড়বেনÑ রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে হেভিওয়েট প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, রাজশাহী-২ (সদর) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৪ আসনে সাবেক এমপি আবু হেনা, রাজশাহী-৫ আসনে হেভিওয়েট প্রার্থী অ্যাডভোকেট নাদিম মোস্তফা ও রাজশাহী-৬ আসনে অপর হেভিওয়েট প্রার্থী আবু সাইদ চাঁদ।

এর আগে ৯ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর সংশোধিত দলীয় প্রার্থী ঘোষণা করেন। সংশোধনীতে রাজশাহী-৫ আসনে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে বাদ দিয়ে জেলা বিএনপির সাবেক সভাপতি ও এ আসনের সাবেক এমপি নাদিম মোস্তফার নাম আনা হয়।

রাজশাহীর ৬টি সংসদীয় আসনে এবার ৬৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত দাখিল করেন ৫৩ জন। রাজশাহী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে প্রথম দফায় প্রার্থিতার বৈধতা পান ৩০ জন। এরপর বাতিলকৃতরা নির্বাচন কমিশনে আপিল করলে সেখানে ২য় দফায় বৈধ প্রার্থীর সংখ্যা বেড়ে যায়। তবে গতকাল রোববার শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করায় রাজশাহীর ৬টি আসনে থাকলেন ২৫ প্রার্থী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close