নিজস্ব প্রতিবেদক

  ১০ ডিসেম্বর, ২০১৮

অভিনব কায়দায় ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার

রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো মোহাম্মদপুর থেকে আফজাল ও পীরেরবাগ থেকে দিপু। গত শনিবার রাতে তাদের গ্রেফতার করেছে খিলক্ষেত থানা পুলিশ। এরা অফিসফেরত লোকজনকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে অভিনব কায়দায় মাইক্রোবাস বা গাড়িতে তুলে ছিনতাই করত। তাদের শিকার হওয়ার ব্যক্তির কাছে থাকা সবকিছু লুটে নিত। এটিএম কার্ড পেলে বুথ থেকে টাকা তুলে নিত। ভিক্টিমকে জিম্মি করে স্বজনদের ফোন দিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করত।

ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, চক্রটি প্রথমে রাজধানীর বিভিন্ন স্থানে মাইক্রোবাস বা প্রাইভেট কার নিয়ে ছিনতাই করে। অফিস ছুটির পর বাড়ি ফেরার জন্য অপেক্ষমান ব্যক্তিকে টার্গেট করে গাড়িে তোলে। আগে থেকেই তাদের অপর সহযোগীরা গাড়িতে থাকে। পরে নির্জন কোনো স্থানে নিয়ে যাত্রীকে চোখ-মুখ বেঁধে মারধর করে সঙ্গে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ, এটিএম কার্ড ও নগদ টাকা-পয়সা কেড়ে নেয়। এ ছাড়া যাত্রীকে জিম্মি করে তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করে বিকাশ বা রকেটের মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। ভুক্তভোগী কারো কাছে এটিএম কার্ড থাকলে তাকে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে। পরে রাত ১২টায় এটিএম থেকে কার্ড ব্যবহার করে ভুক্তভোগীকে রাস্তায় ফেলে যায়। তিনি আরো জানান, গত ৩ নভেম্বর জামাল উদ্দিন আহমেদ নামে এক ব্যক্তি অভিযোগ করলে এসব ছিনতাইয়ের ঘটনা জানতে পারে খিলক্ষেত থানা পুলিশ। পরে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মোহাম্মদপুর থেকে আফজাল ও পীরেরবাগ থেকে দিপুকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত গাড়ি, বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, হাতঘড়ি ও ল্যাপটপ জব্দ করা হয়। চক্রের অপর সদস্যকে আটক করতে মাঠে কাজ করছে পুলিশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close