সিরাজগঞ্জ প্রতিনিধি

  ০৯ ডিসেম্বর, ২০১৮

চৌহালীতে মামা মামির লাঠির আঘাতে নিহত ২

সিরাজগঞ্জের চৌহালীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে মামা-মামিদের লাঠির আঘাতে কাওসার রহমান ও মিল্টন রহমান নামে দুজন নিহত এবং তাদের মা আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ উপজেলার খাসপুকুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শিরিন সুলতানাকে আটক করেছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মিল্টনের এবং ঢাকায় নেয়ার পথে ভোরে কাওসারের মৃত্যু হয়। নিহত কাওসার রহমান ও মিল্টন রহমান চৌহালী উপজেলার খাসপুকুরিয়া ইউনিয়নের পূর্ব কোদালিয়া গ্রামের আলতাফ আলীর ছেলে।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, জমিসংক্রান্ত বিষয়ে নিহত কাওসার রহমানের পরিবারের সঙ্গে তার মামা রফিকুল ইসলাম বকুলের বিরোধ চলে আসছিল। গতকাল শুক্রবার বিকেলে এ নিয়ে উভয় পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে মামা রফিকুল ইসলাম ও মামি শিরিন সুলতানার লোকজন কাওসার রহমান ও তার ভাই মিল্টন রহমান এবং মা হায়াতুন্নেছাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। গুরুতর আহত কাওসার রহমান ও মিল্টন রহমানকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে থেকে রাতেই ঢাকায় নেয়ার পথে শনিবার ভোর রাতে কাওসার রহমান ও বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মিল্টন রহমান মারা যান। এ ঘটনায় নিহতের মা হায়াতুন্নেছা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেন। গতকাল সকালে পুলিশ আসামি ইউনিয়ন পরিষদের সদস্য শিরিন সুলতানাকে আটক করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close