আদালত প্রতিবেদক

  ০৫ ডিসেম্বর, ২০১৮

ঢাকার দ্বিতীয় শ্রম আদালত বর্জন করলেন আইনজীবীরা

কেস ডায়েরি ম্যানটেন না করা, একপক্ষ হাজির না হলে শুনানি করাসহ নানা অনিয়মের অভিযোগে ঢাকার দ্বিতীয় শ্রম আদালত বর্জন করেছেন আইনজীবীরা। গতকাল মঙ্গলবার এক দিনের জন্য এই প্রতীকী আদালত বর্জন কর্মসূচি

পালন করছেন বলে জানিয়েছেন লেবার কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।

সভাপতি মো. আবদুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক এ এইচ এম সাজেদুর রহমান জানিয়েছেন, বিভিন্ন অনিয়মের বিষয়টি আমরা বার বার দ্বিতীয় শ্রম আদালতের চেয়ারম্যানকে অবহিত করেছি। কিন্তু আমাদের অভিযোগে কর্ণপাত না করে অনিয়ম অব্যাহত রাখায় আমরা প্রতীকী কর্মসূচি হিসেবে আজকের (মঙ্গলবারের) জন্য আদালত বর্জন কর্মসূচি পালন করছি।

কী ধরনের অনিয়ম জানতে চাইলে সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, মামলার যে ডায়েরি থাকে তাতে কোনো মামলা থাকে না, পাঁচ মাস-ছয় মাস পর্যন্ত। অন্তত ৩০টি মামলার তারিখ আজ পর্যন্ত নেই। আবার কোনো একপক্ষ যদি না আসে তাহলে একতরফা শুনানি শুরু করেন। আইনজীবীদের মূল্যায়ন না করেই কোর্ট স্টাফদের সবচেয়ে বেশি মূল্যায়ন করে থাকে। এসব অনিয়মের কারণেই আদালত বর্জন করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close