বিশেষ প্রতিবেদক, রাজশাহী

  ০৫ ডিসেম্বর, ২০১৮

নির্বাচনে নারীদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হবে

কবিতা খানম

নির্বাচন কমিশনার (ইসি) কবিতা খানম বলেছেন, ‘দেশের প্রায় অর্ধেকই নারী ভোটার। তাই নির্বাচনকালীন নারীদের জন্য নিরাপদ পরিবেশ বজায় রাখতে সচেষ্ট থাকবে নির্বাচন কমিশন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আগে-পরে নারীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে। নির্বাচন কমিশন, ইউএনডিপি ও বেসরকারি সংস্থা ব্রিজের আয়োজনে গতকাল মঙ্গলবার রাজশাহীর একটি সম্মেলন

কক্ষে ‘জেন্ডার অ্যান্ড ইলেকশন’ বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কবিতা খানম বলেন, ‘কর্মক্ষেত্র ও রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়লেও তা কাক্সিক্ষত পর্যায়ে এখনো পৌঁছেনি। কিন্তু নারীদের বাদ দিয়ে কোনোভাবেই গণতন্ত্র সুসংহত করা সম্ভব নয়। তাই জনপ্রতিনিধি হিসেবে নারীদের নির্বাচিত করার পথকে আরো প্রসারিত করতে হবে।’

রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা সাহিদুল নবী, সাইফুল ইসলাম চৌধুরী, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ কর্মশালায় অংশ নেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close