আন্তর্জাতিক ডেস্ক

  ০৪ ডিসেম্বর, ২০১৮

প্রথম কলাম

মায়ের জীবন বাঁচাল ৪ বছরের শিশু

মাত্র চার বছরের এক শিশুর বুদ্ধিমত্তার কারণে বাঁচল মায়ের জীবন। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে ব্রিটেনে। বিবিসি গতকাল সোমবার এ খবর জানায়। চার বছর বয়সী ওই শিশুর নাম কেইটলিন রাইট। যুক্তরাজ্যের ডোরসেট অঞ্চলের আসকার্সওয়েল গ্রামে পরিবারের সঙ্গে থাকে কেইটলিন। জানা যায়, গত মাসের শুরু থেকে অসুস্থ হয়ে পড়েন কেইটলিনের মা। এরপর এক দিন কেইটলিনের মা শার্লিন ভীষণ অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান হারান। পাশেই ছিল শিশু কেইটলিন। এ সময় ঘাবড়ে না গিয়ে স্থানীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করে অ্যাম্বুলেন্স ডেকে নেয়। কিছুক্ষণ পরে অ্যাম্বুলেন্স এসে উদ্ধার করে তার মাকে। এতেই প্রাণে বেঁচে যান কেইটলিনের মা।

এ ব্যাপারে স্থানীয় সাউথ ওয়েস্টার্ন অ্যাম্বুলেন্স সার্ভিস সোয়াস কর্তৃপক্ষ জানায়, ‘এত অল্প বয়সে এই মেয়েটি যে বিজ্ঞতার পরিচয় দিয়েছে, সেটা তুলনাহীন। সে যেভাবে ফোনের অপরপ্রান্তে থাকা ব্যক্তির সঙ্গে কথা বলেছে, তার মায়ের অবস্থা ব্যাখ্যা করেছে, সেটা আশ্চর্য হওয়ার মতোই।’ এত অল্প বয়সে এমন বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ায় সবার মুখে এখন কেইটলিনের প্রশংসা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close