নিজস্ব প্রতিবেদক

  ০৩ ডিসেম্বর, ২০১৮

রিজভীর অভিযোগ

বেছে বেছে মনোনয়নপত্র বাতিল হচ্ছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের ঘটনাকে ‘সরকারের পরিকল্পনার অংশ’ বলেছে তার দল। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কেবল খালেদা জিয়া নয়, ‘বেছে বেছে’ তাদের জনপ্রিয় প্রতিনিধিদের মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে। এটা উদ্দেশ্যপ্রণোদিত ও দুরভিসন্ধিমূলক। গতকাল রোববার ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। রিজভী বলেন, ঢাকা-৬ আসনে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন, ঢাকা-২ আসনে নবাবগঞ্জ উপজেলা পরিষদ থেকে সদ্য পদত্যাগী চেয়ারম্যান আবু আশফাক খন্দকার এবং দিনাজপুর-৩ আসনে জাহাঙ্গীর হোসেনের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। এভাবে বেছে বেছে আমাদের জনপ্রিয় প্রতিনিধিদের মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে। এসব বিচ্ছিন্ন ঘটনা নয়, ধারাবাহিক ঘটনা। সরকার পরিকল্পনা করেছে একতরফা নির্বাচন করবে, গায়ের জোরে নির্বাচন করবে এবং জোর করে ক্ষমতায় থাকবে। তার পরও আমি বলব, সব বাঁধ ভেঙে জনগণ এগিয়ে আসবে। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গানটিÑ বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, জীবনের জয়গার গাও জীবনের জয়গান গাইতে গাইতে, গণতন্ত্রের জয়গান গাইতে গাইতেই স্বৈরাচারের সব বাঁধ ভেঙে জনগণ অবশ্যই নির্বাচনের দিন ভোট দেবে। আওয়ামী লীগের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আচরণবিধি লঙ্ঘন করলেও নির্বাচন কমিশন তা দেখছে না বলে অভিযোগ করেন রিজভী। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close