ময়মনসিংহ প্রতিনিধি

  ০৩ ডিসেম্বর, ২০১৮

কুড়িয়ে পাওয়া কীটনাশক খেয়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় কুড়িয়ে পাওয়া কীটনাশকের বোতল মুখে দিয়ে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম আঁখি। সে গুপ্তেরগাঁও গ্রামের আওলাদ হোসেনের কন্যা। পারিবারিক সূত্র জানায়, দাদা-দাদির কাছে আঁখিকে রেখে তার পিতা-মাতা জীবিকা নির্বাহের জন্য ঢাকায় অবস্থান করেন। গতকাল রোববার দুপুরে বাড়ির পাশের একটি সবজি খেত থেকে ওই শিশুটি একটি ব্যবহৃত কীটনাশকের কাচের বোতল কুড়িয়ে মুখে নেয়। অভিভাবকরা শিশুর মুখে কীটনাশের বোতল দেখে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে বিকেল ৩টার দিকে মারা যায় আঁখি। উল্লেখ্য, গুপ্তেরগাঁও সবজি চাষাবাদের জন্য নামকরা। এখানে ব্যাপক মাত্রায় রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার হয়ে থাকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close