মুন্সিগঞ্জ প্রতিনিধি

  ২১ নভেম্বর, ২০১৮

সেনাবাহিনীর মতবিনিময়

পদ্মা সেতুর নিরাপত্তায় কোনো ছাড় নয়

পদ্মা সেতু প্রকল্প এলাকার নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে কোনো ছাড় নেই। ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা নির্বিঘœ রাখতে ও যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা মোকাবিলায় প্রস্তুত আছে সেনাবাহিনীর সদস্যরা। গতকাল মঙ্গলবার দুপুরে পদ্মা সেতু প্রকল্প এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় সেনা সদস্যরা এ কথা জানান।

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি সার্ভিস এরিয়া-১ এলাকায় অতন্দ্র আটান্ন (৯৯ কম্পোজিট ব্রিগেড) দখিনালয়ে কক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এ সময় বক্তারা বলেন, পদ্মা সেতুর প্রকল্প এলাকায় দেশি-বিদেশি প্রকৌশলীরা নিয়োজিত আছেন। পুরো এলাকায় সেনাসদস্যরা নিñিদ্র নিরাপত্তা বজায় রেখেছেন। যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা মোকাবিলায় প্রস্তুত আছেন তারা। নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে বিন্দু পরিমাণ ছাড় নেই। পদ্মা সেতুতে নিরাপত্তা ব্যবস্থা নির্বিঘœ রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তারা। সভায় উপস্থিত ছিলেন পদ্মা সেতু প্রকল্প এলাকায় কর্মরত লেফটেন্যান্ট কর্নেল মো. শফিক, মেজর রিয়াজুল ইসলাম, মেজর মো. সোহেল রানা, ক্যাপ্টেন আসাদুল হক পাটোয়ারী, মুন্সীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নূপুর। সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সিরাজদিখান প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, শ্রীনগর সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অধীর রাজবংশী প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close