গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

  ১৮ নভেম্বর, ২০১৮

দৌলতদিয়ায় পারের জন্য অপেক্ষায় ৭০০ বাস-ট্রাক

গোয়ালন্দ-দৌলতদিয়ায় পাঁচ কিলোমিটার দীর্ঘ লাইন হয়ে পারের অপেক্ষায় রয়েছে ৭০০ বাস, ট্রাক ও মাইক্রোবাস। ফেরির স্বল্পতায় এই দুর্ভোগে পড়েছেন বাস যাত্রী, সাধারণ মানুষ এবং পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন। দৌলতদিয়া ঘাটে যানবাহনের সারি দীর্ঘতর হচ্ছে।

এ বিষয়ে বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সফিকুল ইসলাম জানান, ১৩টি ফেরি সচল রয়েছে, পাঁচটি ফেরি মেরামতের জন্য ডকইয়ার্ডে রয়েছে। আগামীকাল পাঁচটি ফেরি মধ্যে থেকে রো. রো. শাহ্পরান নামে দুটি ফেরি আসতে পারে বলে আশ্বাস পাওয়া গেছে। ফেরির স্বল্পতা উভয় ঘাটে বিশাল যানজট সৃষ্টি হয়েছে। যাত্রীদের চরম দুর্ভোগ সম্পর্কে ঈগল পরিবহনের চালক মো. মুন্না জানান, গত রোববার সন্ধ্যা ৭টায় খুলনা থেকে এসে দৌলতদিয়া পৌঁছিয়েছি। ফেরি পারের জন্য গতকাল শনিবার বেলা ১১টা বেজে গেল এখনো পার হতে পরিনি। এখনো পারের অপেক্ষায় রয়েছি। আর তিনটি ফেরি থাকলে ঘাট কোনো রকম সচল থাকতে পারে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close