শেকৃবি সংবাদদাতা

  ১৭ নভেম্বর, ২০১৮

শেকৃবিতে বিস্ময়কর সাফল্য

আম ধরবে চাষির ইচ্ছামতো সময়ে

শুধু জ্যৈষ্ঠ মাস নয়, এবার বছরের যেকোনো সময়ে আমের ফলন পাওয়া

যাবে; যা নির্ধারণ করবেন চাষি নিজেই। ফলনের পরিমাণ ও পুষ্টিগুণ হবে

মৌসুমি সময়ের মতোই। শুনতে অবাক

লাগলেও এমনটিই ঘটিয়েছেন রাজধানীর

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)

উদ্যানতত্ত্ব বিভাগের একদল গবেষক।

গবেষক দলের প্রধান অধ্যাপক ড. আ ফ ম

জামাল উদ্দিন প্রতিদিনের সংবাদকে বলেন,

থাইল্যান্ড থেকে আনা ‘ন্যামডক মাই-৪’

জাতের এ গাছে বিশেষ ধরনের হরমন প্রয়োগ

করে বছরের যেকোনো সময়ে মাত্র ৩ মাসের

মধ্য মুকুল আনতে সক্ষম হয়েছি আমরা। এক্ষেত্রে গাছে প্রুনিং করার পর

প্রমে গোড়ায় ও পরে পাতায় এ হরমন স্প্রে করতে হয়। বাকি সব পরিচর্যা

সাধারণ গাছের মতোই। তাছাড়া আমাদের দেশের প্রচলিত জাতের ওপরও

এ পদ্ধতি পরীক্ষামূলক প্রয়োগ চলছে। দেশে বারোমাসি আমের জাত

থাকলেও তার ফলন তুলনামূলক অনেক কম। তাই চাহিদার বিপরীতে

সরবরাহ অপর্যাপ্ত। এ গবেষণার মাধ্যমে দেশে আম চাষে আমূল পরিবর্তন

আসবে বলে আশা গবেষকদের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close