নিজস্ব প্রতিবেদক

  ১৭ নভেম্বর, ২০১৮

আলোচনা সভায় বক্তারা

সোনার বাংলা গড়তে চাইলে শেখ হাসিনার বিকল্প নেই

একাদশ জাতীয় সংসদ নির্বাচনটি

দেশ ও জাতির জন্য অত্যন্ত

গুরুত্বপূর্ণ। কারণ স্বাধীনতাবিরোধী

শক্তি আবারও দেশের সার্বভৌমত্ব

নিয়ে গভীর ষড়যন্ত্রে মেতে

উঠেছে। এই অপশক্তি যেকোনো

মূল্যে মুক্তিযুদ্ধের পরিচালনাকারী

দল আওয়ামী লীগ ও শেখ হাসিনার

সরকারকে উৎখাত করতে চায়।

গত এক দশকে ক্ষমতায় থেকে

দেশকে মধ্যম আয়ের দেশে

রূপান্তর এবং সার্বিক ক্ষেত্রে এক

অনন্য উচ্চতায় নিয়ে গেছে শেখ

হাসিনার সরকার। আর তাই

ভবিষ্যতের সোনার বাংলা গড়তে

চাইলে শেখ হাসিনার কোনো বিকল্প

নেই। গতকাল শুμবার সকাল

১০টায় রাজধানীর কাকরাইলে

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট

মিলনায়তনে ‘বঙ্গবন্ধু পরিষদ কেন

জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা. এস এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান।

সভায় আরো বক্তব্য দেন বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. খন্দকার নাসির উদ্দিন, আশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ডালিম চন্দ্র বর্মন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি অধ্যাপক ড. ফরহাদ হোসেন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফিরোজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের চেয়ারম্যান অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব উদ্দিন আহমেদ বীর বিক্রমসহ অনেকে।

ঢাবি উপাচার্য ড. আখতারুজ্জামান বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ করতে হলে শেখ হাসিনার সরকারের কোনো বিকল্প নেই। তিনিই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির আশা ভরসার স্থল। বাংলার দুঃখী মানুষের ভাগ্য উন্নয়নের কারিগর। সুতরাং, দেশের উন্নয়নের গতি-প্রকৃতি সচল রাখতে এবং মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে পুনরায় জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসা দরকার।’

বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘উন্নয়ন, গণতন্ত্র, সুশাসন এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে শেখ হাসিনার সরকারের বিকল্প আর কোনো শাসক নেই।’

সভাপতির বক্তব্যে ডা. এস এ মালেক বলেন, কঠিন পরীক্ষার এই নির্বাচনে আওয়ামী লীগের বিজয় অর্জন করা খুবই জরুরি। দেশের চলমান উন্নয়ন ধারা অব্যাহত রাখা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং মুক্তিযুদ্ধের চেতনাকে বিকশিত করতে হলে শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই। আসুন, আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close