প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৩ নভেম্বর, ২০১৮

প্রথম কলাম

অমিত শাহকে নিজের নাম...

ভারতে নাম পরিবর্তনের জন্য উঠেপড়ে লেগেছে বিজেপি সরকার। প্রায় প্রতিদিনই কোনো না কোনো রাজ্য,শহর ও গ্রামের পরিচিত নাম বদল করা হচ্ছে। কথায় আছে, নিজের বাড়ি থেকে সবকিছুর শুরু করা উচিত। সেই কথাই বিজেপিকে স্মরণ করিয়ে দিলেন প্রখ্যাত ইতিহাসবিদ ইরফান হাবিব।

ইরফান হাবিব বলেন, দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের নাম সবার আগে পরিবর্তন করা হোক। কারণ ‘শাহ’ শব্দটি গুজরাটি নয়, এটি একটি পার্সি শব্দ। সে ক্ষেত্রে আগে নিজের দলের লোকের নাম বদল করুক বিজেপি, তারপর না হয় দেশজুড়ে নাম বদল করবে। আলিগড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইরফান হাবিব বলেন, এমনকি গুজরাট কথাটিও পার্সি থেকে এসেছে। আগে এ রাজ্যকে গুরজারাত্রা বলা হতো। এটাও বদল করা দরকার। তিনি আরো জানান, বিজেপি যে দ্রুত নাম বদল করতে উঠেপড়ে লেগেছে, তা আরএসএসের হিন্দুত্বনীতিকে অনুসরণ করে। প্রতিবেশী দেশ পাকিস্তানে যেমন ইসলাম বিরুদ্ধ সবকিছু মুছে ফেলা হয়, তেমনি এ দেশেও একই রীতি চালু হয়েছে। ইসলামিক সব নাম বদলে ফেলতে চাইছে বিজেপি সরকার। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close