জাবি প্রতিনিধি

  ১২ নভেম্বর, ২০১৮

জাবিতে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মওলানা ভাসানী হলের আবাসিক ছাত্রলীগ নেতাকর্মীদের আয়োজনে ‘শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০১৮’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হলটির প্রাধ্যক্ষ নাজমুল হাসান তালুকদার প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হাসান তালুকদার বলেন, মওলানা ভাসানী হল ছাত্রলীগ ধারাবাহিকভাবে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে যাচ্ছে। এ ধরনের উদ্যোগ খুবই প্রসংশনীয়। আজ যারা ভালো খেলেছে তারা প্রতিযোগিতাপূর্ণ আসরে হলের প্রতিনিধিত্ব করবে এবং ভালো খেলা উপহার দেবে এই আশাবাদ ব্যক্ত করছি। বিশেষ অতিথি প্রক্টর সিকদার মো. জুলকারনাইন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করায় ছাত্রলীগের প্রসংশা করেন।

এ সময় শাখা ছাত্রলীগ সভাপতি মো. জুয়েল রানা, সহসভাপতি নাহিদ হোসেন, মাহবুবুর রহমান নীল, সাংগঠনিক সম্পাদক মো. তারেক হাসান, আরিফুল ইসলাম, ছাত্রলীগ নেতা আক্তারুজ্জামান সোহেল, তানভীর, সুজন, সিফাত প্রমুখসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে রোববার বিকেলে মওলানা ভাসানী হলের মাঠে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে ভাসানী ব্লাস্টার্স ১-০ গোলের ব্যবধানে ভাসানী ভাইকিংসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার প্রথমার্ধে জয় সূচক একমাত্র গোলটি করেন বিজয়ী দলের সাইদুর রহমান রাফি। গত ৬ নভেম্বর ৮ দলের অংশগ্রহণে এই প্রতিযোগিতা শুরু হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close