ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

  ১১ নভেম্বর, ২০১৮

ট্রাকচালককে মারধর : পুলিশ কর্মকর্তা বহিষ্কার

বঙ্গবন্ধু সেতুর পূর্ব গোলচত্বর এলাকায় পুলিশকে চাঁদা না দেওয়ায় বগুড়াগামী একটি ট্রাকের চালককে মারধরের ঘটনায় দায়ী পুলিশ কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর আগে সকাল ৬টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নূর আলম ট্রাকচালক বকুলকে মারধর করলে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। গতকাল শনিবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে করে সেতু দুই পাড়ে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে এবং অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে সাময়িক বহিষ্কারের পর মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। আন্দোলনকারী চালকদের অভিযোগ, ট্রাক তল্লাশির নামে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নূর আলম চাঁদা দাবি করেন। এ সময় তাকে চাঁদা না দেওয়ায় চালককে বেধরক মারধর করা হয়। এতে ওই চালকের চোখ মারাত্মকভাবে জখম হয়। পরিবহন শ্রমিকরা দোষী পুলিশ কর্মকর্তার শাস্তি দাবি করেন। পরে এ নিয়ে পুলিশ ও ট্রাক শ্রমিক নেতারা বৈঠকে বসে। বৈঠকে অভিযুক্ত এসআইকে সাময়িক বহিষ্কার এবং আহত চালকের সব চিকিৎসা ব্যয় পুলিশ বহন করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে শ্রমিকরা অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল শুরু হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন জানান, সকালের দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বরে পুলিশ তল্লাশি করছিল। এ সময় ট্রাকচালকের সঙ্গে তর্কাতর্কি হয়। এরপরেই অন্যান্য চালকরা সড়ক অবরোধ করে রাখে। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল আলম সাংবাদিকদের জানান, এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) নূর আলমকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিভাগীয় তদন্ত শেষে তার ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close