নিজস্ব প্রতিবেদক

  ১১ নভেম্বর, ২০১৮

‘নেতার রেফারেন্স দেবেন না লাইনে আসেন’

‘যারা মনোনয়ন সংগ্রহ করবেন তারা সবাই দয়া করে লাইনে আসেন। কেউ কোনো নেতার রেফারেন্স দিয়ে লাইন ভাঙার চেষ্টা করবেন না। এখন আমাদের একটাই পরিচয়, আমরা সবাই শেখ হাসিনার কর্মী। প্রার্থীর সঙ্গে একজন যেতে পারবেন। মিছিলের লোক পেছনে যান।’ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল শনিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে আগ্রহী প্রার্থীদের মনোনয়ন কেনার দ্বিতীয় দিন দুপুরে গেট থেকে এভাবে মাইকে চিৎকার করে এসব কথা বলছিলেন একজন।

মনোনয়ন ফরম সংগ্রহের দ্বিতীয় দিনে শনিবার নেতাকর্মীদের পদচারণায় ধানমন্ডির কার্যালয় ও আশপাশের এলাকা মুখরিত ছিল। ব্যান্ড পার্টি, ঢোল-তবলা, বর্ণিল মিছিল টি-শার্ট ও মোটরসাইকেল, নির্বাচনের প্রতীক ছোট-বড় নৌকা নিয়ে শোভাযাত্রা নিয়ে সারা দেশের প্রার্থী বা তাদের পক্ষে নেতাকর্মীরা শোডাউন করে হাজির হন। উৎসবমুখর পরিবেশ বিরাজ করে গোটা এলাকায়। তবে এতে ধানমন্ডি ২৭ নম্বর থেকে জিগাতলা রোড হয়ে চলাচলে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়। রিকশা, মিনিবাস, প্রাইভেট কার, মোটরসাইকেল সব যানবাহনকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close