নাটোর প্রতিনিধি

  ১০ নভেম্বর, ২০১৮

রাজশাহীতে ধর্মঘট প্রত্যাহার তবু যান চলাচল ব্যাহত

এতে চরম ভোগান্তিতে পড়েন রাজশাহীগামী যাত্রীরা

ধর্মঘট তুলে নেওয়ার পরও কোনো ঘোষণা ছাড়াই নাটোর থেকে রাজশাহীগামী বাসসহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে এর দায় স্বীকার করছে না কেউ। এতে চরম ভোগান্তিতে পড়েছে রাজশাহীগামী সাধারণ যাত্রী। শুক্রবার সকাল থেকে নাটোর থেকে রাজশাহী রুটে সকল বাস চলাচল বন্ধ রয়েছে। তবে রাজশাহী থেকে ঢাকা এবং নাটোরগামী সকল বাস চলাচল করছে। এর আগে টানা ১৬ ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার রাতে বাস মালিক এবং শ্রমিক সমিতি নাটোর থেকে সকল রুটে বাস ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেয়। ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণার পরে শুক্রবার সকাল থেকে অন্যান্য জেলার সঙ্গে বাস চলাচল শুরু হলেও শুধু রাজশাহী অভিমুখে বাস ও অন্য কোনো যান ছেড়ে যেতে দেওয়া হচ্ছে না। বগুড়া থেকে আসা চাকরিজীবী আবদুর রহমান জানান, রাজশাহী যাওয়ার জন্য বাসে চড়ে এখন নাটোরে আসার পর তাদের নামিয়ে দেওয়া হচ্ছে। বাস আর রাজশাহী যাবে না। তিনি এখন কীভাবে রাজশাহীতে যাবেন তা ভেবে পাচ্ছেন না। অন্য যাত্রীরাও একই কথা জানান। এ ব্যাপারে জেলা বাস ও মিনি বাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার জানান, এটি তাদের ব্যাপার নয়, সম্পূর্ণ শ্রমিকদের বিষয়। শ্রমিকরা আমাদের সম্মতি দেওয়ার পর গাড়ি চলাচল সকাল থেকে শুরু হয়েছে। তবে চালকরা বলেছেন, নাটোর থেকে শুধু রাজশাহীগামী বাস যেতে দেওয়া হচ্ছে না। তাই তারা যাত্রীদের নামিয়ে দিচ্ছেন। এদিকে, পুলিশ জানিয়েছে মহাসড়কে থ্রি-হুইলারসহ কোনো ধরনের অবৈধ যান চলতে দেওয়া হবে না। অপরদিকে, নাটোর জেলা বিএনপির সহসভাপতি শহিদুল ইসলাম বাচ্চু জানান, শুক্রবার রাজশাহীতে ঐক্যফ্রন্টের সভা বানচাল করার জন্যই সরকারি দলের ইন্ধনে শ্রমিক নেতারা গাড়ি বন্ধ রেখেছে। এ ব্যাপারে পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, ধর্মঘট তুলে নেওয়ার পরও কেন রাজশাহীতে সকল যান বন্ধ রাখা হয়েছে এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close