রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

  ০৯ নভেম্বর, ২০১৮

রূপগঞ্জে গোলাম দস্তগীর গাজী এমপি

১ টাকার দুর্নীতি পেলেও রাজনীতি করব না

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, ১০ বছর ক্ষমতায় আছি, ১ টাকার দুর্নীতি পেলে রাজনীতি করব না। আমি রাজনীতি করি ১৯৬৬ সাল থেকে। ১৯৭০ সালের নির্বাচনেও রাজপথে ছিলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযোদ্ধ করেছি। গতকাল বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া সরকারি বিশ^বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি দস্তগীর গাজী বলেন, ১৯৭১ সালে আমি আর বর্তমান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া রূপগঞ্জের বিভিন্ন এলাকায় মুক্তিযুদ্ধ করেছি। ১৯৭৭ সালে আওয়ামী লীগের পক্ষে কাউন্সিলর নির্বাচন করেছিলাম। আর ২০০৫ সালে রূপগঞ্জের বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ সড়কসহ কাঁচপুর সড়ক অবরোধ করেছিলাম। আন্দোলন, সংগ্রাম ও রাজনৈতিক কর্মকান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপগঞ্জবাসীর সেবা করতে আওয়ামী লীগের প্রতীক নৌকা মার্কায় নির্বাচন করতে মনোনয়ন দেন ২০০৮ সালে। আপনারা আমাকে প্রায় ৫০ হাজার ভোটে বিজয়ী করেছিলেন। ২০১৪ সালে আমি আপনাদের ভোটে দ্বিতীয়বার নির্বাচিত হই। আপনাদের সেবক হিসেবে আবার আপনাদের মাঝেই থাকতে চাই।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লার সভাপতিত্বে সভা সঞ্চলনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ও মুড়াপাড়া সরকারি বিশ^বিদ্যালয়ের ভিপি শাহরিয়ার পান্না সুহেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী।

বক্তব্য দেন প্রচার সম্পাদক মানজারী আলম টুটুল, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান আকন্দ, আজমত আলী, রেজাউল করিম মাঞ্জুর, হাবিবুর রহমান হাবিব, যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close