নিজস্ব প্রতিবেদক

  ০৫ নভেম্বর, ২০১৮

সংলাপে সংকট নিরসন হলে আন্দোলন হবে না : রিজভী

সংলাপের মাধ্যমে রাজনৈতিক সংকটের নিরসন হলে বিরোধী রাজনৈতিক দলগুলো আন্দোলনে যাবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল রোববার ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

সংলাপের মাধ্যমে সংকট নিরসনে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে

রিজভী বলেন, গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেনÑ একদিকে আলোচনা, অন্যদিকে আন্দোলন এটি আমার বোধগম্য নয়। সংলাপের মাধ্যমে সংকট নিরসন করতে পারলে বিরোধী রাজনৈতিক দলগুলো তো আন্দোলনের পথে যাবে না।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, সংকট নিরসনের চাবিকাঠি আপনার হাতে। ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আলোচনার আহ্বান অব্যাহত রয়েছে। নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, আইনসম্মত ক্ষমতা বলে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিন। রাজনৈতিক সংকট নিরসন না হওয়া পর্যন্ত তফসিল ঘোষণা থেকে বিরত থাকুন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে এ সময় অভিযোগও করেন রিজভী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close