নিজস্ব প্রতিবেদক

  ০৫ নভেম্বর, ২০১৮

তালগাছ নয় গ্রহণযোগ্য নির্বাচন চাই : মান্না

বিচার করবেন প্রধানমন্ত্রী, রায়ও দেবেন তিনি। আবার বলবেন তালগাছ আমার। আর আমরা বসে থাকব? আমরা তালগাছ চাই না। একটি সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন চাই। এ জন্য কঠোর কোনো কর্মসূচি না দিয়ে আলোচনার জন্য বসেছি। গতকাল রোববার ঢাকার জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার আন্দোলনের প্রথম সম্মেলনে প্রধানমন্ত্রীর উদ্দেশে এ কথা বলেন নাগরিক ঐক্যের আহ্বায় মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, আমরা সন্ত্রাস, লুটপাটের কথা আনিনি, যৌক্তিক দাবি এনেছিলাম। কিন্তু আলোচনায় আমাদের কোনো দাবি মানা হয়নি। আপনি বিচার করবেন, রায় দেবেন আবার বলবেন তালগাছ আমার। আমাদের সেটা মানতে হবে? প্রধানমন্ত্রীর যদি আপত্তি না থাকে তাহলে আমরা খোলামেলা আলোচনা করতে চাই। দেশের সবাই জানুক আমাদের মধ্যে কি আলোচনা হয়েছে, কি আলোচনা হচ্ছে। আগেও বলেছি এখনো বলছি- একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করেন। এটা আপনাকেই করতে হবে।’

সম্মেলনে আরো বক্তব্য দেন জাতীয় মানবাধিকার আন্দোলনের সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান, অ্যাডভোকেট মো. আল আমিন, খন্দকার মো. মহিউদ্দিন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close