হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

  ২৩ অক্টোবর, ২০১৮

হাটহাজারীতে সেপটিক ট্যাংকে দুই শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে ওয়াসার পাইপলাইনের সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার উপজেলার মদুনাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. নজরুল ইসলাম (৩০) এবং মো. ইউছুপ (২২)। ইউছুপের বাড়ি বাগেরহাটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার মদুনাঘাট এলাকায় ওয়াসার পাইপলাইনের গেটের ভাল্বের সংযোগ লাইনের ট্যাংকের শাটার খুলতে গিয়ে গ্যাসের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে দুই শ্রমিক গুরুতর আহত হন। উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে কর্তব্যরত দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন জানান, একটি সেপটিক ট্যাংকের মুখ খুলে ওই দুই শ্রমিক ভেতরে প্রবেশ করেন। পাইপলাইনে জমে থাকা পানির গ্যাসের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close