মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

  ২২ অক্টোবর, ২০১৮

বঙ্গবন্ধু পরিষদের সভায় মোঃ তাজুল ইসলাম এমপি

আজকের শিক্ষার্থীরাই গড়বে ২০৪১ সালের উন্নত দেশ

বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন, আজকের শিক্ষার্থীরাই গড়বে ২০৪১ সালের উন্নত বাংলাদেশ। তাই শিক্ষার্থীদের মাঝে জ্ঞান ও প্রযুক্তির সমন্বয় ঘটাতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে পড়–য়া শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি দেশের কল্যাণের জন্য কাজ করে যেতে হবে। শুধু লেখাপড়া শিখলে হবে না। নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়তে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। গত শনিবার ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ভিশন ২০৪১ বাস্তবায়নে ছাত্রসমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোঃ তাজুল ইসলাম এমপি বলেন, ‘শিক্ষাক্ষেত্রের উন্নয়নে বাংলাদেশ বিশ্বে মডেল স্থাপন করেছে। শতভাগ ছাত্রছাত্রী স্কুলে যাচ্ছে। বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। মেয়েদের শিক্ষায় উপবৃত্তি দেওয়া হচ্ছে। পাসের হার এবং জিপিএ-৫ বৃদ্ধি পেয়েছে। শিক্ষার গুণগত মান উন্নত হয়েছে। এ দেশে যেকোনো ছেলেমেয়ে এখন যেকোনো দেশে গিয়ে প্রতিযোগিতা করতে পারছে। তারা বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি উন্নয়নশীল দেশ হিসেবে তুলে ধরতে পারছে। এ গৌরব, এ অর্জন এ দেশের মানুষের এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার।

তিনি আরো বলেন, সামাজিক অবক্ষয় রোধে শিক্ষার্থীদের মানবীয় গুণ অর্জন করে ভালো ছাত্রের পাশাপাশি ভালো মানুষ হতে হবে। এ ছাড়াও তিনি উন্নত বাংলাদেশ গড়তে প্রযুক্তির পাশাপাশি শিক্ষার্থীদের ইতিহাস-ঐতিহ্য চর্চার আহ্বান জানান। ঢাকা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. অহিদ উল্লাহ মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন লাকসাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. এনায়েত উল্লাহ, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. আবদুল কাদের মিলু, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ। ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক লায়ন ওসমান গণি ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন লাকসাম পৌরসভার সাবেক চেয়ারম্যান মেজর হাবিবুর রহমান, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, নারায়ণগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম, আওয়ামী লীগ বন ও কৃষিবিষয়ক উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার জাকির হোসেন সাগর, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-বন ও পরিবেশবিষয়ক সাবেক সম্পাদক মো. নাছির উদ্দিন, ছাত্রলীগের সাবেক সদস্য বদিউল আলম ওয়াসিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. লুৎফর রহমান, ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহ জাহান ভূঁইয়া শামীম, সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি কবিরুল ইসলাম, সাবেক সহসভাপতি আমিনুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবু পলাশ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি কাউছার হামিদ, ঢাকা পলিটেকনিক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান রাজু, ঢাকা আলিয়া মাদরাসা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন মারুফসহ আরো অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য লায়ন মো. মহসিন খান স্বপন, মো. আজিম উদ্দিন, লাকসাম উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মন্নান মনু, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. শাহাদাত হোসেন, সহসভাপতি আবুল কালাম চেয়ারম্যান, সহসভাপতি শফিকুর রহমান তালুকদার, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক লায়ন গাজী গোলাম সারোয়ার, সদস্য লায়ন হারুন অর রশিদ, চেয়ারম্যান ইকবাল হোসেন, প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন, লাকসাম-মনোহরগঞ্জ পেশাজীবী পরিষদের সভাপতি ডা. আবদুল্লাহ তারিক ভূঁইয়া, মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব জীবন দেবনাথ টুটুল, জাতীয় যুব সংসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, যুবলীগ নেতা আবুল বাশার, গিয়াস উদ্দিন জিতু প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close