কুষ্টিয়া প্রতিনিধি

  ২১ অক্টোবর, ২০১৮

কুষ্টিয়ায় তথ্যমন্ত্রী

তারেকের হাতে ২১ আগস্টের গ্রেনেড হামলার রক্ত

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার রক্তের দাগ তারেকের হাতে আর পোড়া মানুষের গন্ধ বেগম খালেদা জিয়ার গায়ে। সুতরাং, খালেদা-তারেকসহ জঙ্গির সঙ্গী, সন্ত্রাসী ও খুনিদের রাজনৈতিক নেতাকর্মী হিসেবে চালানোর চেষ্টা করবেন না। গতকাল শনিবার দুপুরে ভেড়ামারা ডিগ্রি কলেজ মাঠে একটি বাড়ি একটি খামার প্রকল্পে সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘দেশে কোনো রাজনৈতিক মামলা নেই, আর কোনো রাজনৈতিক বন্দিও নেই। কারাগারে যারা আছেন তারা হয় মানুষ পোড়ানো খুনি, জঙ্গি সন্ত্রাসী খুনি, ২১ আগস্টের খুনি, ৭৫র খুনি, নইলে ৭১র খুনি। সুতরাং, এসব খুনির নির্বাচনের অজুহাতে বাংলাদেশের রাজনীতির মাঠে কারাগার থেকে বের করে খুনিদের রাজনীতিতে পুনর্বাসন করার এই চক্রান্ত বাদ দিলেই দেশবাসী খুশি হবে। সকল চক্রান্তকারীর বের করার চক্রান্ত, অস্বাভাবিক সরকার তৈরির চক্রান্ত, নির্বাচন বানচালের চক্রান্ত, নাশকতা ও অন্তর্ঘাতের পাঁয়তারার চক্রান্ত বাদ দিয়ে নির্বাচনের মাঠে আসুন। নির্বাচনে মন্ত্রীরা জিতবে নাকি মওদুদ সাহেবরা জিতবে সেটা নির্বাচনের মাঠেই প্রমাণ হয়ে যাবে।

এ মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম স্বপনসহ দলীয় নেতাকর্মীরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close