নিজস্ব প্রতিবেদক

  ১৮ অক্টোবর, ২০১৮

কুমারী পূজা উদযাপন

পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসবের তৃতীয় দিন গতকাল বুধবার মহাষ্টমীতে মন্দিরে মন্দিরে উদযাপন করা হয়েছে কুমারী ও সন্ধি পূজা। সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে দেবীর মহাষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা শুরু হয়। এরপর পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ শেষে দুপুর ১২টা ৩১ মিনিট থেকে ১টা ১৯ মিনিটের মধ্যে সন্ধিপূজা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১০টায় রাজধানীর গোপীবাগের রামকৃষ্ণ মিশন ও মঠ পূজাম-পে এ কুমারী পূজা অনুষ্ঠিত হয়। প্রতিবারের মতো এবারও এই পূজার জন্য অল্পবয়সী একটি মেয়েকে কুমারী হিসেবে মনোনীত করা হয়, যাকে দেবী দুর্গার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। শাস্ত্রীয় ব্যাখ্যানুসারে তার একটি নামকরণও করা হয়।

হিন্দুশাস্ত্র মতে, এক বছর বয়সী মেয়েদের সন্ধ্যা, দুইয়ে সরস্বতী, তিনে ত্রিধামূর্তি, চারে কলিকা, পাঁচে সুভগা, ছয়ে উমা, সাতে মালনী, আটে কুব্জিকা, নয়ে কালসন্দর্ভা, দশে অপরাজিতা, এগারোয় রুদ্রানী, বারোয় ভৈরবী, তেরোয় মহালক্ষ্মী, চৌদ্দয় পীঠনায়িকা, পনেরোতে ক্ষেত্রজ্ঞা এবং ষোলো বছরে অন্নদা বলা হয়ে থাকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close