রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

  ১৪ অক্টোবর, ২০১৮

বিএনপি-জামায়াত উন্নয়ন চায় না

গোলাম দস্তগীর গাজী

সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, বিএনপি-জামায়াত চায় না দেশের উন্নয়ন হোক। দেশের উন্নয়ন বিএনপি-জামায়াতের ভালোও লাগে না। এ জন্যই তারা বারবার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, দেশকে ধ্বংস করতে চায়। তবে তারা যতই ষড়যন্ত্র করুক সফল হতে পারবে না।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গতকাল শনিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে উঠান বৈঠক ও গণসংযোগকালে

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এসব কথা বলেন। উপজেলার দিঘীবরাবো এলাকায় এ উঠান বৈঠক ও গনসংযোগ করেন তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সহসভাপতি শেখ সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক কৃষ্ণ দয়াল দাস, প্রচার সম্পাদক মানজারী আলম টুটুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা যুবলীগ সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শিলা রানী পাল, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী, তারাব পৌরসভা যুবলীগ সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, তারাব পৌরসভার কাউন্সিলর বি এম আতিকুর রহমান, রফিকুল ইসলাম মনির, নজরুল ইসলাম মফিজ প্রমুখ। এর আগে সকালে উপজেলার গোলাকান্দাইল এলাকায় জাতীয় শ্রমিক লীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইয়াছিন মোল্লার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শ্রমিক লীগ নেতা তালাল আহমেদ, শাহ আলম, মো. মোজাম্মেল হক, নেওয়াজ রফিক প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close