সিলেট ব্যুরো

  ১৪ অক্টোবর, ২০১৮

সিলেটে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তে গত শনিবার ভারতীয় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ওই যুবকের নাম মামুন রশিদ (৩০)। তিনি উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় গ্রামের আবদুল জলিল জালালের ছেলে। ডনা ও লোভা নামক সীমান্তের মধ্যখানে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, চোরাই পথে সুপারি আনতে মামুন রশিদ রাতে কোনো এক সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করার সময় তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তবে স্থানীয়রা জানান, সুপারি নয়, মামুন অবৈধভাবে চোরাই পথে ভারত থেকে গরু আনতে গিয়ে নিহত হয়েছেন।

কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান ডা. ফয়াজ আহমদ জানান, মামুন রশিদের লাশ দনা ক্যাম্প বিজিবির সহায়তায় তার আত্মীয়স্বজনরা লাশ বুঝে পেয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close