নিজস্ব প্রতিবেদক

  ১৩ অক্টোবর, ২০১৮

গ্যাস সিলিন্ডারে ৭৯৬ বোতল ফেনসিডিল : আটক ৩

গ্যাস সিলিন্ডারের ভেতরে ভরে ফেনসিডিল পাচারের সময় তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-২। গত বৃহস্পতিবার রাত পৌনে ৪টায় গাজীপুরের দত্তপাড়া থেকে ৭৯৬ বোতল ফেনসিডিলের চালানটি জব্দ করা হয়। আটকরা হলো আবু নেছার ওরফে ফারুক, মো. ভবিষ্যৎ ও মাঈদুর রহমান।গতকাল শুক্রবার বিকেলে র‌্যাব-২-এর সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল মালিক জানান, অভিযানে ফেনসিডিল ছাড়াও একটি পিকআপ, ৫০টি গ্যাস সিলিন্ডার, মাদক কেনাবেচার ৫৪ হাজার ১১৪ টাকা ও তিনটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। সে মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

র‌্যাব কর্মকর্তা সাইফুল মালিক আরও জানান, গোপন তথ্যে জানা যায়, রাজশাহী থেকে মাদক এনে গাজীপুরের বিভিন্ন এলাকায় সরবরাহের জন্য মাদক কারবারিরা দত্তপাড়ায় অবস্থান করছে। ঘটনাস্থলে র‌্যাব পৌঁছলে তা বুঝে ফেলে মাদক কারবারিরা।

একটি পিকআপ গাড়িসহ পালানোর চেষ্টা করে চক্রটি। কিন্তু র‌্যাব তাদের ধাওয়া করে ধরে ফেলে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ফেনসিডিলের কথা স্বীকার করে কারবারিরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close