সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১২ অক্টোবর, ২০১৮

সিরাজগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী

জনগণের পুষ্টি সমস্যা দূর করার পদক্ষেপ নিয়েছে সরকার

সিরাজগঞ্জে দ্বিতীয় জাতীয় পুষ্টি পরিকল্পনা অভিহিতকরণ সভায় প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, পুষ্টিহীনতা দূর করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পদক্ষেপ গ্রহণ করেছিলেন। কিন্তু ’৭৫ এর পটপরিবর্তনের মধ্য দিয়ে তা থমকে দাঁড়ায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটা মানুষ যেন সুস্থ ও সুন্দরভাবে জীবন যাপন করতে পারে, কেউ যেন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে

দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছেন। গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ আয়োজনে এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, গ্লোবাল এলায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন, সিএসএ ফর সানÑ এর সহায়তায় এ অনুষ্ঠানে পুষ্টি খাতের অগ্রগতি ও বর্তমান চিত্র তুলে ধরে আরো বক্তব্য দেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের ডিজিএম ডা. ফাতেমা আক্তার, বিএনএনসি সহকারী পরিচালক ডা. নাজমুস সালেহীন, ডা. এস এম হাসান মাহমুদ, মিস তানিয়া শারমীন, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রফিকুল ইসলাম, পৌর মেয়র আবদুর রউফ মুক্তা সিরাজী, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উপপরিচালক ডা. বিভাশ চন্দ্র মানী প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close