প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১১ অক্টোবর, ২০১৮

বগুড়ায় পেট্রলবোমা যুবদল নেতা আটক

না.গঞ্জে বিস্ফোরণ ভাঙচুর চেষ্টা

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার রায় ঘোষণার পর বগুড়ার শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ছাড়া নারায়ণগঞ্জের হাতবোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের চেষ্টা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো রিপোর্টÑ

শাজাহানপুর (বগুড়া) : গতকাল বুধবার দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে নাবিল ক্লাসিক নামের একটি যাত্রীবাহী বাসে ওই পেট্রল নিক্ষেপের ঘটনা ঘটে। উপজেলার সাজাপুর এলাকায় টিএমএসএস ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। এতে তিনজন মহিলা আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পালানোর সময় জেলা যুবদলের কৃষিবিষয়ক সহসম্পাদক নূর মাহমুদ মুন্সীকে (৩০) আটক করেছে পুলিশ। নূর মাহমুদ পেট্রল বোমা নিক্ষেপ করে নদীতে ঝাঁপ দিয়ে পালনোর চেষ্টা করলে পুলিশ নদীতে নেমে তাকে আটক করে। নূর মাহমুদ উপজেলার মাঝিড়া ইউনিয়নের মাঝিড়াপাড়ার মুহাম্মদ খাজা মিয়ার ছেলে।

আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে। বাসযাত্রীরা জানান, উপজেলার ওই স্থানে বাসটি পৌঁছলে প্রথমে ৮-৯ জন বাসটি লক্ষ্য করে লাঠি ছুড়ে মারে। পরে দুইজন সামনে এসে পেট্রল বোমা নিক্ষেপ করে। প্রতক্ষ্যদর্শীরা জানান, পেট্রল বোমা নিক্ষেপের পর স্থানীয়রা পানি এনে আগুন নিভিয়ে ফেলে। শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, পেট্রল বোমা নিক্ষেপের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নারায়ণগঞ্জ : গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জে শহরের গলাচিপা এলাকায় তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এ ছাড়া সিদ্ধিরগঞ্জের ভূঁইগড় এলাকায় গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক বা শনাক্ত করতে পারেনি। নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তাদের শনাক্ত করে আটকের জন্য পুলিশের অভিযান চলছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ ও র‌্যাবের টহল জোরদার করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close